মোঃ সহিদুর রহমান ৯ জুন ২০২৪ , ৬:৫০:১০ প্রিন্ট সংস্করণ
ঝলক
মোঃ সহিদুর রহমান
নদীর পাড়ে কাশের ফুল
খুশির বানে খাচ্ছে দোল।
আকাশ নীলে মেঘের দল
নদীর বুকে স্বচ্ছ জল।
অদূর দূরে হাঁসের খেলা
নদীর বাঁকে বকের মেলা।
শরত কালে দূপুর বেলা
কাশের ফুলে নাচন খেলা।
কাশের ফুলে দুষ্ট ছেলে
মারিয়ে যায় খেলার ছলে।
বলকা গুলি উড়ছে দলে
পড়ছে ছবি নদীর জলে।
চলছে নৌকা সফেদ পাল
ধরছে মাঝি ভাটির তাল।
কাশের ফুল যায় না গুনা
নদীর জলে মাছের পোনা।
নদীর বুকে ঠেয়ের নাচন
দেখতে লাগে ছবির মতন।
দৈনিক সকালের দুনিয়ার সাহিত্য সাময়িকী “সাহিত্য দুনিয়ায়” আপনার লেখা (গল্প, কবিতা, প্রবন্ধ ইত্যাদি) পাঠাতে চাইলে ইমেইলঃ allsokalerduniya@gmail.com এই ইমেইলে ঠিকানায় পাঠাবেন।