আন্তর্জাতিক ডেস্ক ২৬ জুন ২০২৪ , ৮:৪৬:৫৮ প্রিন্ট সংস্করণ
অবশেষে ইউক্রেনে সেনা পাঠাতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। ইউক্রেনে সরাসরি সেনা মোতায়েনের বিষয়ে নিষেধাজ্ঞা তুলে নিতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন প্রক্রিয়া শুরু করেছে বলে জানিয়েছে হোয়াইট হাউস। খবর সিএনএনের।
ইউক্রেনে দুই বছরের বেশি সময় ধরে সামরিক অভিযান চালিয়ে যাচ্ছে রাশিয়া। প্রথম থেকেই ইউক্রেনকে অস্ত্র-অর্থ দিয়ে সহায়তা করে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও তার মিত্র পশ্চিমা দেশগুলো। এ নিয়ে রাশিয়ার সঙ্গে তাদের চলছে চরম তিক্ততা।
এদিকে অস্ত্র সরবরাহসহ নানাবিধ সহায়তা দিয়ে ইউক্রেনের পাশে থাকলেও যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা মিত্ররা যুদ্ধবিধ্বস্ত দেশটিতে সেনা পাঠাতে অস্বীকৃতি জানিয়েছে। যুক্তরাষ্ট্রও এতদিন বলে এসেছে, মার্কিন সেনাদের বুট ইউক্রেনের মাটিতে পড়বে না।
তবে হঠাৎ করেই সেই সিদ্ধান্তের আমূল পরিবর্তন ঘটাতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ইউক্রেনে পাঠাতে যাচ্ছে মার্কিন সেনা।
হোয়াইট হাউস ঘনিষ্ঠ অন্তত চারজন মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, ইউক্রেনের যুদ্ধে সেনা মোতায়েনে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পথে অগ্রসর হচ্ছে বাইডেন প্রশাসন।
মার্কিন কর্মকর্তারা বলেন, বাইডেন প্রশাসন বিশ্বাস করে হোয়াইট হাউসের সেনা মোতায়েনের সিদ্ধান্ত ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সরকারের আত্মবিশ্বাস বাড়িয়ে দেবে এবং রুশ সেনাদের বিরুদ্ধে ইউক্রেনীয় সেনাদের হাত শক্তিশালী করবে।
সূত্র জানায়, তবে মার্কিন সৈন্যরা ইউক্রেনে সরাসরি যুদ্ধের মাঠে নামবে না কিংবা রাশিয়ার সেনাদের বিরুদ্ধে লড়াইয়ে জড়াবে না। তারা মূলত ইউক্রেনে যুক্তরাষ্ট্রের পাঠানো বিভিন্ন অস্ত্রশস্ত্র দেখভাল করবে এবং নষ্ট হয়ে যাওয়া সামরিক যান মেরামত ও সমরাস্ত্র ঠিকঠাক করবে।
মার্কিন কর্মকর্তাদের কথায়, এই ইউনিটকে বলা হচ্ছে মিলিটারি কন্সট্রাক্টর। তবে বিষয়টি এখনও হোয়াইট হাউসে কর্মকর্তাদের পর্যায়েই রয়েছে। নথিতে এখনও চূড়ান্ত সাক্ষর করেননি প্রেসিডেন্ট জো বাইডেন।