আন্তজার্তিক ডেস্ক ২৬ জুন ২০২৪ , ১:৪২:৫৯ প্রিন্ট সংস্করণ
দীর্ঘ ১০ বছর পর বিরোধী দলীয় নেতা পেলো ভারতের লোকসভা। আনুষ্ঠানিকভাবে বিরোধী দলীয় নেতা হিসেবে ঘোষণা করা হয়েছে রাহুল গান্ধীর নাম।
খবর এনডিটিভির। স্থানীয় সময় মঙ্গলবার (২৫ জুন) রাতে এ ঘোষণা দেয় কংগ্রেস।’
এর আগে গেল শনিবার দল থেকে রাহুল গান্ধীকে সর্বসম্মতভাবে এই পদে মনোনয়ন দেয়া হয়। কংগ্রেসের নেতৃত্বাধীন বিরোধীদের ‘ইন্ডিয়া’ জোটের অন্য শরিকদের সঙ্গে আলোচনার পর এ চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হয়।
২০১৪ সাল থেকে নেতাশূন্য ছিল লোকসভার বিরোধী দল। কারণ, গত ১০ বছর লোকসভায় কোনো বিরোধী নেতা ছিলেন না। বিরোধী দলনেতার পদ পেতে গেলে লোকসভার মোট ৫৪৩ টি আসনের ১০% আসনে জিতে আসতে হতো। কিন্তু গত ১০ বছরে কোনো বিরোধী দলই এতগুলো আসন পায়নি। তবে কংগ্রেস এবার ৯৯টি আসন পেয়েছে। যার ফলে তারাই হচ্ছে ভারতের বিরোধী দলীয় নেতা।
গত ৪ জুন ফল প্রকাশ হয় ভারতের লোকসভা নির্বাচনের। এরপর গত সোমবার (২৪ জুন) দেশটির পার্লামেন্টের ১৮তম অধিবেশন শুরু হয় নতুন পার্লামেন্ট ভবনে। নবনির্মিত এই ভবনে এবারই প্রথম অনুষ্ঠিত হয় সদস্যদের শপথ গ্রহণ পর্ব। সরকার গঠন করা বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটের ২৯২ জন, বিরোধী জোট ইন্ডিয়ার ২৩৩ জন এবং অন্য ১৮ জন আইনপ্রণেতা শপথ নেন।
আর মঙ্গলবার (২৫ জুন) বিকেলে সংবিধানের একটি কপি হাতে নিয়ে লোকসভার সদস্য হিসেবে শপথ নেন রাহুল গান্ধী। এ সময় ‘ভারত জোড়ো’ স্লোগানও দেন তিনি।