আন্তর্জাতিক

মোদির প্রধান প্রতিপক্ষ কে এই ধ্রুব রাঠি?

  প্রতিনিধি ৩১ মে ২০২৪ , ৩:৩১:১৪ প্রিন্ট সংস্করণ

মোদির প্রধান প্রতিপক্ষ কে এই ধ্রুব রাঠি?

কসভা নির্বাচনে ইনফ্লুয়েন্সারদের আনাগোনা অন্যরকম এক মাত্রা যোগ করেছে প্রচারণায়।

টাকার বিনিময়ে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্বের সাক্ষাৎকার নিচ্ছেন ইনফ্লুয়েন্সাররা, তাদের পক্ষে কথা বলছেন,তুলে ধরছেন তাদের ভালো দিকগুলো। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ইউটিউবের সাবস্ক্রাইবার ২ কোটি ৩০ লাখ। ভিডিও শেয়ারিং এই প্ল্যাটফর্মে বর্তমানে ভারতে তাঁর সমান আর কারও সাবস্ক্রাইবার নেই। মোদির পরেই রয়েছেন ২৯ বছরের এক তরুণ।রাঠি নামের এই ইউটিউবারের সাবস্ক্রাইবারের সংখ্যা দুই কোটির বেশি। ইউটিউবে দেশটির বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধীরও এত অনুসারী নেই।

২০১৪ সালে নরেন্দ্র মোদি প্রথমবার প্রধানমন্ত্রী নির্বাচিত হন। ওই বছরই দিল্লির পার্শ্ববর্তী হরিয়ানা রাজ্যের বড় কৃষক পরিবারের সন্তান রাঠি জার্মানিতে যন্ত্রকৌশল বিষয়ে উচ্চতর পড়াশোনা করতে যান। সেখানেই তাঁর ইউটিউব চ্যানেলের যাত্রা শুরু। এই চ্যানেলের জন্য তিনি প্রথম ভিডিও শুট করেছিলেন তাঁর আইফোন ৫এস দিয়ে। ওই ভিডিও ছিল ভ্রমণ নিয়ে।ধ্রুব রাঠির ভিডিওগুলো এতটাই জনপ্রিয়তা হয়ে উঠেছে যে উত্তর ভারতে জনাকীর্ণ এলাকায় স্ক্রীন টাঙিয়ে এগুলো প্রচার করা হচ্ছে। তিনি কিন্তু ভিডিওতে নতুন কিছু বলছেন না, বা তদন্ত করে নতুন কোনো তথ্য বের করে সবাইকে চমকে দিচ্ছেন না। তিনি যেসব তথ্য উপস্থাপন করছেন, তা সবাই জানে। কিন্তু এসব তথ্যকে তিনি মুন্সিয়ানার সাথে ব্যবহার করে বিজেপির বিরুদ্ধে নিজের অবস্থান পরিষ্কার করছেন। তার মূল বক্তব্য একটাই, হিন্দুত্ববাদের ঝাণ্ডা ওড়ানো বিজেপির পুনরায় ক্ষমতায় আসা উচিত নয়। তবে ধ্রুব রাঠি নিজে মনে করেন, নিজের ব্যক্তিগত, আবেগময় ও পাশের বাড়ির ছেলের মতো স্টাইল তাঁর ভিডিওগুলো জনপ্রিয় হওয়ার পেছনে কিছুটা হলেও ভূমিকা রেখেছে। এসবের কারণে দর্শকেরা সহজে তাঁর সঙ্গে নিজেদের মেলাতে পারেন। 

আরও খবর

                   

সম্পর্কিত