প্রতিনিধি ২১ মে ২০২৪ , ৯:৪১:৫৩ প্রিন্ট সংস্করণ
হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুর পর গতকাল সোমবার নতুন প্রেসিডেন্ট নির্বাচনের তারিখ ঘোষণা করেছে দেশটি।
রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ জানিয়েছে, আগামী ২৮ জুন ১৪তম প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে।ইরানের রাষ্ট্রচালিত বার্তাসংস্থা আইআরএনএ-এর মতে, বিচার বিভাগীয়, নির্বাহী ও আইনসভা কর্তৃপক্ষের প্রধানদের মধ্যে বৈঠকের পর দেশটির ১৪তম প্রেসিডেন্ট নির্বাচনের এই তারিখ ঘোষণা করা হয়েছে।
রিপোর্টে বলা হয়,আগামী ৩০ মে প্রার্থীদের নিবন্ধন শুরু হবে এবং আগামী ১২ জুন থেকে ২৭ জুন পর্যন্ত প্রার্থীরা প্রচারণা চালাতে পারবেন।
বার্তা সংস্থা আনাদোলু জানিয়েছে,প্রেসিডেন্ট সৈয়দ ইব্রাহিম রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ানসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানাজা আজ মঙ্গলবার দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর তাবরিজে অনুষ্ঠিত হবে। এরপর আগামীকাল বুধবার রাইসির মরদেহ ইরানের মধ্যাঞ্চলীয় শহর কোম-এ নিয়ে যাওয়া হবে, যেখানে রাইসি পড়াশোনা করেছেন।