আন্তর্জাতিক

ইসরায়েলের হামলায় গাজায় নিহত ৩৫ হাজার

  প্রতিনিধি ১৩ মে ২০২৪ , ১১:২৯:২৮ প্রিন্ট সংস্করণ

ইসরায়েলের হামলায় গাজায় নিহত ৩৫ হাজার
ইসরায়েলের হামলায় গাজায় নিহত ৩৫ হাজার ছবিঃ সংগৃহীত

গত বছরের ৭ অক্টোবরের পর থেকে ইসরায়েলি হামলায় গাজায় এখন পর্যন্ত ৩৫ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে।

রোববার অন্তত ৪৫ ফিলিস্তিনির মরদেহ আল-আকসা হাসপাতালে নেওয়া হয়েছে বলে প্রতিবেদনে জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, গাজা উপত্যকায় গত ২৪ ঘণ্টায় ইসরায়েলের হামলায় ৬৩ জন নিহত ও ১১৪ জন আহত হয়েছে। এ নিয়ে রোববার পর্যন্ত ১৫ হাজার শিশুসহ অন্তত ৩৫ হাজার ৩৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছে।

ইসরায়েলি হামলায় নিহত ছাড়াল ৩৫ হাজার | বিশ্ব | Naya Shatabdi - বাংলাদেশের  প্রথম ডিজিটাল পত্রিকা

কুয়েতে আন্তর্জাতিক দাতাগোষ্ঠীর সঙ্গে এক ভিডিওবার্তায় জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস গাজায় ‘হামাসের হাতে জিম্মি সব বন্দিদের নিঃশর্ত মুক্তির পাশাপাশি অবিলম্বে মানবিক সহায়তা বৃদ্ধির’ আহ্বান জানান।

গত সাত মাসে গাজায় ইসরায়েলি বাহিনীর গুলি ও বোমা হামলা থেকে বাঁচতে রাফায় আশ্রয় নেয় নারী শিশুসহ অন্তত ১৪ লাখ ফিলিস্তিনি।

আরও খবর

                   

সম্পর্কিত