আন্তর্জাতিক

ফিলিস্তিনকে জাতিসংঘের পূর্ণ সদস্যপদ দেওয়ার প্রস্তাব পাস

  অনলাইন প্রতিনিধি ১১ মে ২০২৪ , ৩:২৭:০১ প্রিন্ট সংস্করণ

ফিলিস্তিনকে জাতিসংঘের পূর্ণ সদস্যপদ দেওয়ার প্রস্তাব পাস
ভোটের ফলাফল

জাতিসংঘের সাধারণ পরিষদে ফিলিস্তিনকে জাতিসংঘের পূর্ণ সদস্যপদ দেওয়ার একটি প্রস্তাব পাস হয়েছে। গতকাল শুক্রবার অনুষ্ঠিত ভোটাভুটিতে ১৯৩টি সদস্য রাষ্ট্রের মধ্যে ১৪৩টি দেশ প্রস্তাবটির পক্ষে ভোট দেয়। বিপক্ষে ভোট দেয় মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলসহ ৯টি দেশ, আর ভোটদানে বিরত ছিল ২৫টি দেশ।

এই ভোটের মাধ্যমে ফিলিস্তিন এখনই জাতিসংঘের পূর্ণ সদস্যপদ পাবে না, তবে এটি ফিলিস্তিনের পক্ষে একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক অর্জন হিসেবে বিবেচিত হচ্ছে। ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস বলেছেন, “প্রস্তাব পাস হওয়ার মধ্য দিয়ে এটা দেখা গেছে যে বিশ্ব ফিলিস্তিনিদের স্বাধীনতা ও অধিকারের পক্ষে রয়েছে।” পক্ষান্তরে, জাতিসংঘে ইসরায়েলের রাষ্ট্রদূত গিলাড এরডান এই ভোটের নিন্দা জানিয়ে বলেন, “জাতিসংঘ এখন ‘একটি সন্ত্রাসী রাষ্ট্রকে’ স্বাগত জানাচ্ছে।”

প্রস্তাবটি উত্থাপন করেছিল সংযুক্ত আরব আমিরাত, যা ফিলিস্তিনের গাজায় প্রায় সাত মাস ধরে চলা ইসরায়েলের সামরিক অভিযানের প্রেক্ষাপটে এসেছে। এই সংঘর্ষে এ পর্যন্ত ৩৪ হাজার ৯৪৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।

Source: Reuters

আরও খবর

                   

সম্পর্কিত