প্রতিনিধি ৯ মে ২০২৪ , ৬:০২:৩৪ প্রিন্ট সংস্করণ
মৃত্যুদণ্ড কার্যকরের সব প্রস্তুতি সম্পন্ন। ঠিক সেই মুহূর্তে নিজ ছেলের হত্যাকারীকে ক্ষমা করে দিয়েছেন সউদীর এক বাবা। শেষ সময়ে তার এমন মহানুভবতা দেখে অবাক উপস্থিত কর্মকর্তারা।
এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম গালফ নিউজ।
০৭ মে গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়,আল হুমাইদি আল হারবি নামের ওই বাবা হঠাৎ করে দণ্ড কার্যকরের স্থানে যান। সেখানে গিয়ে ঘোষণা দেন ছেলের হত্যাকারীকে ক্ষমা করে দিয়েছেন তিনি। তার এমন উদারতা দেখে অবাক হয়েছেন উপস্থিত সব কর্মকর্তারা। সেখানে হত্যার শাস্তি হত্যার মাধ্যমেই দেয়া হয়ে থাকে।
হত্যাকারীর দণ্ড কার্যকরের প্রস্তুতি নেয়ার আগে আল হুমাইদি আল হারবির কাছে একাধিকবার গিয়েছিলেন সরকারি কর্মকর্তারা। কিন্তু ওই সময় তিনি ছেলের হত্যাকারীকে ক্ষমা করতে চাননি। তবে পরে নিজের সিদ্ধান্ত পরিবর্তন করেন।
খুনের অপরাধে এক তরুণের মৃত্যুদণ্ড হতে দেখে খারাপ লাগে ছেলেহারা বাবার। তাই নিজের সন্তানের হত্যাকারীকেই জীবন ভিক্ষা দেন তিনি।