আন্তর্জাতিক

ভারতে কমছে হিন্দুদের সংখ্যা,বেড়েছে মুসলিম

  প্রতিনিধি ৯ মে ২০২৪ , ৪:৫৬:৫০ প্রিন্ট সংস্করণ

ভারতে কমছে হিন্দুদের সংখ্যা,বেড়েছে মুসলিম
ভারতে কমছে হিন্দুদের সংখ্যা,বেড়েছে মুসলিম ছবিঃ সংগৃহীত

ভারতে হিন্দু জনসংখ্যা কমেছে ৮ শতাংশ।সেই সময়ে বেড়েছে সংখ্যালঘু জনসংখ্যা। নির্বাচন চলাকালীন এই রিপোর্ট প্রকাশ করেছে প্রধানমন্ত্রীর আর্থিক উপদেষ্টা পরিষদ।

১৯৫০ থেকে ২০১৫ পর্যন্ত দেশের জনসংখ্যার ভিত্তিতেই এই রিপোর্ট প্রকাশ করা হয়েছে।

এই সময়সীমায় গোটা বিশ্বের জনসংখ্যার তথ্য নিয়ে রিপোর্ট প্রকাশ করেছে প্রধানমন্ত্রী উপদেষ্টা পরিষদ।সেখানে দেখা যাচ্ছে, ৬৫ বছরে ভারতে হিন্দুদের সংখ্যা বেশ অনেকটাই কমে গেছে।

২০১৫ সালের পরিসংখ্যানে দেখা যাচ্ছে, ৮ শতাংশ হিন্দু জনসংখ্যা কমেছে। ২০১৫ সালে ভারতে মোট জনসংখ্যার ৭৮ শতাংশ ছিল হিন্দু।১৯৫০ সালে ভারতে মুসলিম ছিল ৯.৮৪ শতাংশ। এরপর ২০১৫ সাল পর্যন্ত মুসলিমদের সংখ্যা প্রায় ৪০ শতাংশ বেড়েছে। ২০১৫ সালের পরিসংখ্যান অনুযায়ী ভারতের জনসংখ্যার ১৪.১৫ শতাংশ মুসলিম। শিখ জনসংখ্যা ১.২৪ শতাংশ থেকে বেড়ে হয়েছে ১.৮৫। বৃদ্ধির হার ৬.৫৮ শতাংশ।খ্রিষ্টান জনসংখ্যা ৫.৩৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০১৫ সালের পরিসংখ্যান বলছে, ভারতে খ্রিষ্টান জনসংখ্যার হার ২.২৪ থেকে ২.৩৬ শতাংশ হয়েছে। 

আরও খবর

                   

সম্পর্কিত