প্রতিনিধি ৭ মে ২০২৪ , ২:৫৭:৫৪ প্রিন্ট সংস্করণ
৯৪টি আসনে মোট ১ হাজার ৩৫১ জন প্রার্থী লড়ছেন। মোট ২ হাজার ৯৬৩ জন মনোনয়ন ফরম জমা দিয়েছিলেন। এই ধাপের নির্বাচনে বেশ কয়েকজন হেভিওয়েট প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
অবাধ ও শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ করতে এই চার কেন্দ্রে ৩৩৪ কোম্পানি কেন্দ্রীয় সুরক্ষা বাহিনী ও পশ্চিমবঙ্গসহ দেশের বিভিন্ন রাজ্যে মোট ১০ হাজার রাজ্য পুলিশ মোতায়েন করা হবে।
এ ছাড়াও, আজ জঙ্গিপুর কেন্দ্রীয় তৃণমূল প্রার্থী খলিলুর রহমান, বিজেপির ধনঞ্জয় ঘোষ, জাতীয় কংগ্রেসের প্রার্থী মোরতাজা হোসেনের মধ্যে ভোটের লড়াই হবে।
অন্যদিকে মধ্যপ্রদেশের বেতুল লোকসভা আসনে লোকসভা নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোটের সময় ভোট গ্রহণ হওয়ার কথা থাকলেও বিএসপি প্রার্থীর মৃত্যুর কারণে সেখানকার ভোট পিছিয়ে আজকের জন্য নির্ধারণ করা হয়েছিল। সেই সিদ্ধান্ত অনুসারে আজ সেখানেও ভোট গ্রহণ হচ্ছে।