প্রতিনিধি ৫ মে ২০২৪ , ২:২৪:০৯ প্রিন্ট সংস্করণ
প্রতি বারের মতো শুরু হয়েছে আইপিএল। এ বার আইপিএলে যেটা সকলের নজরে কেড়েছে, তা হল কলকাতা নাইট রাইডার্সের প্রতিটি ম্যাচে মাঠে শাহরুখ খানের উপস্থিতি।
কলকাতায় খেলা হোক কিংবা মুম্বইয়ে, একটা ম্যাচও ফাঁকি দিচ্ছেন না শাহরুখ খান। স্বাভাবিক ভাবেই অনেকের মনে কৌতূহল জাগছে, কেন প্রায় সব দিনই মাঠে থাকছেন শাহরুখ? তবে কি কিছু পর্যবেক্ষণ করেছেন? জবাব দিলেন অভিনেতা নিজেই।
শাহরুখ এক সাক্ষাৎকারে বলেন,গত বছর তিনটা ছবি করে ফেলেছি। মনে হলো, এবার একটু বিশ্রাম নিতে পারি। অনেকটা ধকলও গিয়েছে শরীরের ওপর। তাই একটু বিরতি নিতে চাইছি। আমি টিমকে আগেই জানিয়ে দিয়েছিলাম যে, আমি দলের প্রতিটা ম্যাচে উপস্থিত থাকব। ভাগ্য ভালো, আমার শুটিং আবার জুলাই-আগস্ট থেকে শুরু। তাই আমি প্রতিটা ম্যাচে টিমের সঙ্গে থাকতে পারব।” খেলার মাঠে ‘বাদশা’র উপস্থিতি আসলে নিখাদ অবসর যাপন!