অপরাধ

দেরি করে আসায় স্কুল শিক্ষিকাকে পেটালেন অধ্যক্ষ

  প্রতিনিধি ৫ মে ২০২৪ , ১:৩৫:৩৫ প্রিন্ট সংস্করণ

দেরি করে আসায় স্কুল শিক্ষিকাকে পেটালেন অধ্যক্ষ
ছবিঃ সংগৃহীত

ভারতের উত্তরপ্রদেশে একটি স্কুলে দেরি করে আসায় এক শিক্ষিকাকে মারধর করেছেন প্রতিষ্ঠানটির নারী অধ্যক্ষ। এমনই একটি দৃশ্য ধরা পড়েছে ক্যামেরায়।

যা সামাজিক যোগাযোগমাধ্যমে মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে ছড়িয়েছে।

শনিবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়,উত্তরপ্রদেশের আগ্রার সেগানা গ্রামের একটি প্রাক-মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ তার সহকর্মী শিক্ষক ”গুঞ্জন চৌধুরীকে” কেবল লাঞ্ছিতই করেননি। বরং চড়-থাপ্পড় মারার সময় তার জামাকাপড় ছিঁড়ে ফেলার চেষ্টা করেছেন বলেও অভিযোগ করা হয়েছে।

ভিডিওতে দেখা গেছে ভুক্তভোগী নিজেকে ছাড়াতে চেষ্টা করছেন। এসময় তারা জামা অধ্যক্ষের হাতে আটকে থাকতে দেখা গেছে। তার ড্রাইভার প্রথমে তাদের ছাড়ানোর চেষ্টা করে। তখন ড্রাইভারের সঙ্গে খারাপ ব্যবহার করেন অধ্যক্ষ।

ভিডিওতে কাউকে বলতে শোনা গেছে, ‘ঘটনার ভিডিও রেকর্ড করা হবে। ম্যাডাম আপনি অভদ্র আচরণ করছেন। এটা কি আপনার সঙ্গে মানায়?’

অধ্যক্ষ বলেন, কিসিকি দাদাগিরি নাহি চলেগি ইয়াহা (এখানে কারো দাদাগিরি চলবে না)।

স্কুল ছুটির সময় দুই নারী শিক্ষকের মাঝে আবারও উত্তেজনা দেখা দেয়। এ সময় একে অপরকে ‘‘লজ্জাহীন নারী’’ বলে গালিও দেন তারা। স্কুলের অধ্যক্ষ ওই নারী শিক্ষকের বিরুদ্ধে স্কুলে দেরিতে আসার অভিযোগ তুলেছেন। লড়াইয়ের সময় অধ্যক্ষ ও ওই নারী শিক্ষক অশ্লীল ভাষায় গালিগালাজও করেন। যা তাদের স্কুলে বা যে পেশায় তারা আছেন, তার সাথে বেমানান বলেও স্থানীয়রা জানিয়েছেন।

আরও খবর

                   

সম্পর্কিত