আন্তর্জাতিক

কাশ্মিরে হামলায় ভারতীয় পাঁচ সেনা আহত

  প্রতিনিধি ৪ মে ২০২৪ , ১০:১১:২৩ প্রিন্ট সংস্করণ

কাশ্মিরে হামলায় ভারতীয় পাঁচ সেনা আহত
ছবিঃ সংগৃহীত

ভারতের জম্মু এবং কাশ্মীরের পুঞ্চ জেলায় দেশটির নিরাপত্তা বাহিনীর গাড়ির ওপর আজ ৪ মে  সন্ত্রাসী হামলা হয়েছে।

এতে দেশটির বিমান বাহিনীর অন্তত তিনজন সদস্য আহত হয়েছে। সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে এনডিটিভি।

এনডিটিভির খবরে বলা হয়েছে, ভারতীয় বিমান বাহিনীর সদস্যরা দুইটি গাড়িতে করে যাচ্ছিল। সেইসময় পুঞ্চ জেলার সুরানকোট এলাকায় সন্ত্রাসীরা হামলা চালায়। তারা তাদের গাড়ি লক্ষ্য করে অতর্কিত গুলিবর্ষণ করে।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত কয়েকটি ছবিতে দেখা গেছে গাড়ির সামনের কাঁচে অসংখ্য গুলির চিহ্ন রয়েছে। অর্থাৎ পরিকল্পনা করে এই হামলা চালানো হয়েছে।

 স্থানীয় রাষ্ট্রীয় রাইফেল ওই এলাকাটি ঘিরে ফেলেছে এবং সেখানে অভিযান শুরু করেছে। শাহিস্তারের বিমান ঘাঁটিতে গাড়িগুলো নিয়ে যাওয়া হয়েছে। কয়েকজন সেনা হতাহত হয়েছে।”

হামলার শিকার হওয়া সেনারা বিমান বাহিনীর একটি ঘাঁটিতে যাচ্ছিল। তখন তারা অতর্কিত হামলার মুখে পড়েন।

আরও খবর

                   

সম্পর্কিত