আন্তর্জাতিক ডেস্ক ১৪ সেপ্টেম্বর ২০২৪ , ৭:১০:০২ প্রিন্ট সংস্করণ
রাশিয়ার রাষ্ট্রায়ত্ত্ব সম্প্রচারমাধ্যম আরটির ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। গতকাল শুক্রবার দেশটির পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন এ ঘোষণা দেন। মার্কিন প্রশাসনের অভিযোগ, আরটি মূলত রাশিয়ার ‘গোয়েন্দা যন্ত্রের হাত’ হিসেবে কাজ করছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়, অ্যান্টনি ব্লিঙ্কেন গতকাল সাংবাদিকদের বলেন, রুশ সংবাদমাধ্যম হিসেবে আরটি গোপনে যুক্তরাষ্ট্রের গণতন্ত্রকে দুর্বল করার চেষ্টা করেছে। আরটি রাশিয়ার সরকারের মদদপুষ্ট। এর সাইবার কার্যক্রম চালানোর সক্ষমতাসহ ইউনিট আছে। সেই সঙ্গে আরটি ও রুশ গোয়েন্দাদের যোগসাজশ আছে।
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় অভিযোগ করেছে, ইউরোপ, আফ্রিকা এবং উত্তর ও দক্ষিণ আমেরিকার দেশগুলোয় ‘তথ্য পরিচালনা, গোপন প্রভাব ও সামরিক সংগ্রহে’ জড়িত ছিল আরটি।
এদিকে, এর প্রতিক্রিয়ায় রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া যাখারোভা বলেছেন, যুক্তরাষ্ট্রে নতুন ধরনের পেশা সৃষ্টি হচ্ছে, আর তা হলো রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপের বিশেষজ্ঞ।