আন্তর্জাতিক

মোদির আশা বাংলাদেশে হিন্দুরা নিরাপদ থাকবে

  আন্তজার্তিক ডেস্ক ১৫ আগস্ট ২০২৪ , ২:২৬:৪৬ প্রিন্ট সংস্করণ

মোদির আশা বাংলাদেশে হিন্দুরা নিরাপদ থাকবে
ছবি:সংগৃহীত

ভারতের স্বাধীনতা দিবস উপলেক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশ পরিস্থিতি নিয়ে মুখ খুলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।  

বুধবার নয়াদিল্লির লালকেল্লায় জাতির উদ্দেশে দেওয়া প্রায় দেড়ঘণ্টার ভাষণে বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তুলে ধরেছেন তিনি। একইসঙ্গে তার আশা, দ্রুতই পরিস্থিতি স্বাভাবিক হবে বাংলাদেশ। খবর এনডিটিভির।

ভাষণে ১৪০ কোটি ভারতীয় বাংলাদেশে হিন্দুদের নিরাপত্তা নিয়ে চিন্তিত বলে এমন মন্তব্য করেন তিনি।  

নরেন্দ্র মোদি বলেন, প্রতিবেশী দেশ হওয়ায় বাংলাদেশের পরিস্থিতি নিয়ে আমাদের উদ্বেগ থাকবে। আশা করি দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হবে। আমরা আশা করি সংখ্যালঘু, হিন্দুরা নিরাপদে থাকবেন। আমরা বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রার অংশীদার হবো।

গত ৫ আগস্ট ছাত্র-জনতার ব্যাপক গণবিক্ষোভের মুখে প্রধানমন্ত্রী থেকে পদত্যাগ করে ভারতে পালিয়েছেন শেখ হাসিনা।  সরকার পতনের পর উদ্ভূত পরিস্থিতিতে দেশের বিভিন্ন জায়গায় বিরোধী রাজনীতিক এবং হিন্দু ধর্মালম্বীদের বসতবাড়িতে হামলা এবং লুটপাটের ঘটনা ঘটেছে।  

যদিও অনেকের দাবি, কেবল আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সংশ্লিষ্টতার কারণেই এসব ঘটনা ঘটেছে। এর পেছনে ধর্মীয় কারণ নেই। ভারতের শাসকদল বিজেপি হিন্দু মননে প্রলেপ দিতে বাংলাদেশ পরিস্থিতি ঘোলাটে করছে বলেও অভিযোগ রয়েছে।  

এর আগে  অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে শপথ গ্রহণের পর নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসকে পাঠানো শুভকামনা জানানোর বার্তায়ও মোদি সংখ্যালঘুদের নিরাপত্তার বিষয়টি মনে করিয়ে দিয়েছিলেন।

চলমান অবস্থায় বিএনপি-জামায়াতের শীর্ষ নেতৃত্ব সব ধরণের সহিংসতা থেকে নেতাকর্মীদের সতর্ক করে আসছে।  আইনশৃঙ্খলা পরিস্থিতিরও উন্নতি হয়েছে।

আরও খবর

                   

সম্পর্কিত