আন্তজার্তিক ডেস্ক ১৪ আগস্ট ২০২৪ , ১:৩০:৫৯ প্রিন্ট সংস্করণ
রাজনৈতিক কেলেঙ্কারির কারণে আগামীতে আর নির্বাচনে অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা। সেই সঙ্গে আগামী সেপ্টেম্বরে তার মেয়াদ শেষ হবে, এ সময় পর্যন্ত প্রধানমন্ত্রী হিসেবে সব দায়িত্ব পালন করে যাবেন বলেও জানিয়েছেন তিনি।
স্থানীয় একটি টেলিভিশনে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।
আগামী মাসে ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট হিসেবে কিশিদার মেয়াদ শেষ হবে। এরপর নতুন মেয়াদে দলের দায়িত্ব নিতে আর নির্বাচন করবেন না তিনি।
কিশিদা বলেন, ‘সেপ্টেম্বরে আমার মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত প্রধানমন্ত্রী হিসেবে সব দায়িত্ব পালন করে যাব।’
তার এই পদত্যাগের সিদ্ধান্তের কারণে এলডিপিকে নতুন প্রেসিডেন্ট নির্বাচন করতে হবে।
টোকিওর টেম্পল ইউনিভার্সিটির জাপানি রাজনীতি বিশেষজ্ঞ অধ্যাপক মাইকেল কুসেক বলেন, ‘বেশ কিছুদিন ধরে একজন চলন্ত মৃত ব্যক্তির মতো শাসন করছেন তিনি।’
এসময় কুসেক আরও বলেন, ‘তিনি পুনরায় নির্বাচিত হবেন এমন আর কোনো উপায়ই ছিল না।’
২০২১ সালের সেপ্টেম্বরে পরবর্তী তিন বছরের জন্য এলডিপির প্রেসিডেন্ট নির্বাচিত হন ফুমিও কিশিদা। এরপর জাতীয় নির্বাচনে জিতে একই বছরের অক্টোবরে তিনি জাপানের প্রধানমন্ত্রী হন।
তবে এলডিপির ভেতরে বড় ধরনের আর্থিক কেলেঙ্কারির খবর প্রকাশিত হওয়ায় ফুমিও কিশিদার জনপ্রিয়তায় ভাটা পড়ে।
উল্লেখ্য, এলডিপি’র নতুন যে উত্তরসূরি হবেন তাকে একটি বিভক্ত শাসক গোষ্ঠীকে এক করতে হবে। একইসঙ্গে দেশটিতে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির সম্ভাবনা, চীনের সঙ্গে ভূ-রাজনৈতিক উত্তেজনা বৃদ্ধি এবং আগামী বছর মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের সম্ভাব্য প্রত্যাবর্তন মোকাবিলা করতে হবে।