আন্তর্জাতিক ডেস্ক ৩১ জুলাই ২০২৪ , ৬:২০:৫২ প্রিন্ট সংস্করণ
ভারতে আবারও ট্রেন দুর্ঘটনার ঘটনা ঘটেছে। মঙ্গলবার ভোরে কলকাতার হাওড়া থেকে ছেড়ে আসা মহারাষ্ট্রের মুম্বাইগামী একটি ট্রেনের প্রায় ১৮টি বগি লাইনচ্যুত হয়ে ২ জন নিহত এবং ২০ জন আহত হয়েছেন। দুর্ঘটনাটি ঘটেছে ঝাড়খ-ে। খবরে বলা হয়েছে, হাওড়া-সিএসএমটি এক্সপ্রেস ভোর ৪টার দিকে জামশেদপুর থেকে প্রায় ৮০ কিলোমিটার দূরে বাদাবাম্বুর কাছে লাইনচ্যুত হয়।
রেলের কর্তৃপক্ষ একাধিক হেলপলাইন নম্বর চালু করেছে। হাওড়া-সহ ঝাড়খণ্ডের বিভিন্ন স্টেশনের জন্য হেলপলাইন নম্বরও চালু হয়েছে বলে জানা গেছে।
দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে। দুর্ঘটনাগ্রস্ত যাত্রীবাহী ট্রেনের কাছে একটি মালগাড়িও লাইনচ্যুত হয়েছে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ।