আন্তর্জাতিক

বাংলাদেশের আন্দোলনে মোদিকে অপমান, বিজেপির ক্ষোভ

  আন্তর্জাতিক ডেস্ক ৩০ জুলাই ২০২৪ , ৭:৩৬:৩৬ প্রিন্ট সংস্করণ

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে বাংলাদেশে ভারতবিরোধী স্লোগান দেওয়া,ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নাম করে অসম্মান করার প্রতিকার চেয়ে কলকাতার বাংলাদেশ উপদূতাবাসে স্মারকলিপি দিয়েছে পশ্চিমবঙ্গের বিধানসভার বিরোধী দলীয় নেতা শুভেন্দু অধিকারীসহ বিজেপি নেতৃত্ব।

স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, বাংলাদেশের রাস্তায় ছাত্রদের আন্দোলন চলাকালীন ভারতবিরোধী স্লোগান দেওয়া এবং আরও কিছু ঘটনার ছবি ও ভিডিও বাংলাদেশের উপদূতাবাসে জমা দিয়েছেন বিজেপি নেতারা।

শুভেন্দু অভিযোগ করেছেন,বাংলাদেশের আন্দোলন থেকে ভারত ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে স্লোগান দেওয়া হয়েছে। অভিযুক্তদের শাস্তি চেয়ে তিনি বলেন, ভারতবিরোধী মন্তব্য বা আমাদের প্রধানমন্ত্রীকে অপমান করা হলে তা বরদাস্ত করব না।

এ সময় তার সঙ্গে ছিলেন বিধায়ক শঙ্কর ঘোষ, চন্দনা বাউড়ি, অগ্নিমিত্রা পালসহ ২০ জন। ডেপুটি হাই কমিশনের বাইরে পুলিশের ব্যারিকেড ছিল।

আরও খবর

                   

সম্পর্কিত