আন্তর্জাতিক

বন্যা দুর্গতদের উদ্ধারে নেমেছেন কিম

  আন্তর্জাতিক ডেস্ক ২৯ জুলাই ২০২৪ , ৩:০১:৪৭ প্রিন্ট সংস্করণ

উত্তর কোরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে ভয়ানক বন্যা দেখা দিয়েছে। গত শনিবার থেকে তুমুল বৃষ্টিপাতের কারণে চীন সীমান্তবর্তী এই এলাকায় বন্যার সৃষ্টি হয়। এরইমধ্যে বন্যাদুর্গত এলাকা থেকে ৫ হাজারের বেশি বাসিন্দাকে উদ্ধার করেছে দেশটির সেনাবাহিনী। উদ্ধার অভিযান তদারকি করছেন প্রেসিডেন্ট কিম জং উন নিজেই।

খবর আল জাজিরার।

উত্তর কোরিয়ার সরকারি বার্তা সংস্থা কেসিএনএ জানিয়েছে, প্রেসিডেন্ট কিম জং উন রবিবার সেনাবাহিনীর উদ্ধার অভিযান তদারকি ও দুর্গত এলাকা পরিদর্শনে যান। গাড়ি ও হেলিকপ্টারে করে কিমের পরিদর্শনের ছবি প্রকাশ করেছে কেসিএনএ।

কেসিএনএ জানিয়েছে, সেনাবাহিনীর ১০ টি হেলিকপ্টার এবং নৌবাহিনীর নৌকা উদ্ধার অভিযানে নেমেছে। এরইমধ্যে বন্যাদুর্গত ৫ হাজারের বেশি বাসিন্দাকে সিনুইজু ও উইজু শহরে নিয়ে আসা হয়েছে। তবে বন্যায় কোনো প্রাণহানির কথা জানায়নি কর্তৃপক্ষ।

আরও খবর

                   

সম্পর্কিত