আন্তজার্তিক ডেস্ক ২৮ জুলাই ২০২৪ , ১১:১৫:৩৯ প্রিন্ট সংস্করণ
গাজা উপত্যকা(ফিলিস্তিনী অঞ্চল), ২৮ জুলাই, ২০২৪ (বাসস ডেস্ক): গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় এ পর্যন্ত নিহত হয়েছে ৩৯ হাজার ২৫৮ জন।
ফিলিস্তিনী সংগঠন হামাস পরিচালিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় শনিবার এ কথা জানিয়েছে।
সূত্র আরো জানিয়েছে, গত ৪৮ ঘন্টায় নিহত হয়েছে ৮৩ জন। মোট সংখ্যায় তাদেরকেও অন্তর্ভূক্ত করা হয়েছে।
গাজায় গত নয় মাসেরও বেশি সময় ধরে চলা যুদ্ধে আহত হয়েছে ৯০ হাজার ৫৮৯ জন।
উল্লেখ্য, গত বছরের ৭ অক্টোবর হামাস ইসরায়েলে আকস্মিক হামলা চালায়। একইদিন ইসরায়েল গাজায় প্রতিশোধমূলক পাল্টা হামলা শুরু করে। এ হামলা চলমান রয়েছে।