আন্তর্জাতিক

এশিয়ার ৩ দেশে ঘুর্ণিঝড় গেইমির তাণ্ডব

  আন্তর্জাতিক ডেস্ক ২৫ জুলাই ২০২৪ , ১০:৩০:৪৬ প্রিন্ট সংস্করণ

এশিয়ার ৩ দেশে ঘুর্ণিঝড় গেইমির তাণ্ডব
শক্তিশালী টাইফুনের আঘাতে বিপর্যস্ত ফিলিপাইনের রাজধানী ম্যানিলা। ছবি সংগৃহিত

এশিয়ার তিন দেশে শক্তিশালী ঝড় গেইমির তাণ্ডবে এখন পর্যন্ত ১৭ জনের মৃত্যু হয়েছে। গত বুধবার ফিলিপাইনে আঘাত হানা এই টাইফুন আজ বৃহস্পতিবার তাইওয়ানের উপকূলে আছড়ে পড়বে বলে জানা গেছে। এর আগেই কমপক্ষে ২২০ জন আহত হওয়ার পাশাপাশি দেশটিতে তিনজনের মৃত্যু হয়েছে বলে জানা যায়। ক্ষয়ক্ষতি এড়াতে সে দেশে উড়োজাহাজ চলাচল ও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে।

শক্তিশালী টাইফুনের আঘাতে বুধবার বিপর্যস্ত হয়ে পড়ে ফিলিপাইনের রাজধানী ম্যানিলা সহ আশপাশের বেশ কয়েকটি শহর। ভারি বৃষ্টি ও ঝড়ো হাওয়ায় এ পর্যন্ত ১৩ জনের মৃত্যু খবর পাওয়া গেছে। এছাড়া রাস্তাঘাটের পাশাপাশি ঘরবাড়ি ডুবে যাওয়াতে দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠনের পাশাপাশি সরকারি দপ্তর বন্ধ রাখা হয়েছে।

এদিকে ফিলিপাইন ছাড়াও জাপান ও ভিয়েতনামেও ঘূর্ণিঝড় গেইমি আঘাত হেনেছে। এ কারণে দেশটির ওকিনাওয়া ও ইশিগাকা অঞ্চলে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। স্থানীয় সময় বুধবার মধ্যরাতে ২৫০ কিলোমিটার বেগে আঘাত হানে এ মৌসুমী ঝড়।

খবরে প্রকাশ পায়, ইশিগাকা অঞ্চল থেকে খুব দ্রুত তাইওয়ান প্রণালীর দিকে পৌঁছেছে এ ঘুর্ণিঝড়টি। এরই মধ্যে প্রণালীটিতে অন্তত একজনের মৃত্যু ও ৫৮ জন আহত হয়েছেন।

এদিকে এশিয়ার আরেক দেশ ভিয়েতনামেও গেইমির আঘাতে ভয়াবহ বন্যায় বেশ কয়েকজন হতাহতের ঘটনা ঘটেছে।

আরও খবর

                   

সম্পর্কিত