প্রতিনিধি ১৮ এপ্রিল ২০২৪ , ২:৩৮:৪৭ প্রিন্ট সংস্করণ
ভারী বৃষ্টিপাতে সৃষ্ট বন্যায় বিপর্যস্ত উপসাগরীয় রাজ্যগুলো।
এখনো পানিতে ডুবে রয়েছে আরব আমিরাত ও ওমানের অনেক সড়ক। বন্যায় বিশ্বের দ্বিতীয় ব্যস্ততম দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে অচলাবস্থা তৈরি হয়েছে। এর মধ্যে বাতিল হয়েছে ৩শতাধিক ফ্লাইট৷ বন্যার কারণে দুবাই ও ওমানে অন্তত ২০ জনের মৃত্যু হয়েছে। বাহরাইন, কাতার ও সৌদি আরবেও প্রচণ্ড বৃষ্টিপাত হয়েছে।
ফ্লাইট অ্যাওয়্যার তথ্য অনুসারে, বুধবার দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রায় ৩০০টি ফ্লাইট বাতিল করা হয়েছিল এবং আরও কয়েকশো ফ্লাইট ছাড়তে বিলম্ব হয়েছিল। বিমানবন্দরটি পরবর্তীতে সতর্কবার্তা দিয়েছিল যে পুনরুদ্ধারের জন্য “কিছু সময়” লাগবে।
এছাড়া দুবাইয়ের প্রধান আন্তর্জাতিক বিমান সংস্থা এমিরেটস বৃহস্পতিবার পর্যন্ত দুবাই ছেড়ে যাওয়া যাত্রীদের জন্য চেক-ইন স্থগিত করেছে। এতে করে বিমানবন্দরে দেখা দিয়েছে ব্যাপক বিশৃঙ্খলা। ভোগান্তিতে পড়েছে যাত্রীরা। অনেকেই বিমানবন্দরের লাউঞ্জে, মেঝেতে অবস্থান করছেন।অনেক নিচু এলাকা পানির নিচে রয়েছে। দুবাইয়ের উত্তরে রাস আল-খাইমায় আকস্মিক বন্যায় গাড়ি ভেসে গিয়ে একজন বয়স্ক ব্যক্তি নিহত হয়েছেন।
এদিকে ওমানের সাহামে আরও একজন মেয়ের মৃতদেহ খুঁজে পেয়েছেন উদ্ধারকারীরা, এতে করে দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯ জনে। এছাড়া ওমানে ১,৪০০ জনেরও বেশি মানুষকে আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে। সতর্কতা হিসেবে স্কুল ও সরকারি অফিস বন্ধ রাখা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
খবর ইউএনবি ও বিবিসির