আন্তর্জাতিক

ইসলামে অনুমোদন না থাকায় পাকিস্তানে বন্ধ হলো ‘অনৈসলামিক’ মায়ের দুধের ব্যাংক

  আন্তর্জাতিক ডেস্ক ১৩ জুলাই ২০২৪ , ১২:৫৬:২৯ প্রিন্ট সংস্করণ

ইসলামে অনুমোদন না থাকায় পাকিস্তানে বন্ধ হলো ‘অনৈসলামিক’ মায়ের দুধের ব্যাংক

পাকিস্তানের করাচির একটি হাসপাতালে অপূর্ণ শিশুদের জীবন বাঁচানোর জন্য চালু হয়েছিল মায়ের বুকের দুধের ব্যাংক। তবে বিভিন্ন ইসলামিক ব্যক্তিত্বরা এটিকে ‘অনৈসলামিক’ বলে অভিহিত করায় এটিকে বন্ধ করে দেয়া হয়েছে।
অপূর্ণ শিশুদের মায়ের দুধের ব্যাংক থেকে দুধ সরবারহ করার পরিকল্পনায় এটি খোলা হয়েছিল।বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে জানায়, অপূর্ণ শিশুদের মায়ের দুধের ব্যাংক থেকে দুধ সরবারহ করার পরিকল্পনায় এটি খোলা হয়েছিল। চলতি বছরের জুন মাসে এ দুধ ব্যাংকটি কার্যক্রম শুরু করে।

গত বছরের ডিসেম্বরে এটি চালুর পরিকল্পনার সময় ধর্মীয় ব্যক্তিত্বরা সম্মতি দিয়েছিলেন। তবে জুনে এটির কার্যক্রম শুরু হলে তারা নিজেদের অবস্থান থেকে সরে আসেন। আর এরপরই এটি বন্ধ করা হয়।

প্রতিবেদনে বলা হয়, গত ১২ জুন পাকিস্তানের সিন্ধু প্রদেশের করাচিতে অবস্থিত সিন্ধ ইনস্টিটিউট অব চাইল্ড হেলথ অ্যান্ড নিওন্যাটোলজি (এসআইসিএইচএন) এই মাতৃদুগ্ধ ব্যাংক চালু করেছিল। জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ ও পাকিস্তান পেডিয়াট্রিক অ্যাসোসিয়েশনের সহযোগিতায় স্থাপন করা হয়েছিল এটি।এ প্রসঙ্গে জামাল রেজা নামের এক চিকিৎসক বলেন,একটি অপূর্ণ শিশুর জীবন বাঁচানোর জন্য সবচেয়ে কার্যকরী হলো দুধ খাওয়ানো। যদিও সাধারণ মানুষের এ নিয়ে কোনো ধারণাই নেই।’এ বিষয়ে রাওয়ালপিন্ডিভিত্তিক বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ মুফতি সৈয়দ কায়সার হুসাইন তিরমিজি বলেন,দুধপানের ভিত্তিতে গড়ে ওঠা সম্পর্ক রক্তের বন্ধনের অনুরূপ, যা ইসলামি আইনি কাঠামোর মধ্যে একই নারীর বুকের দুধ খাওয়া ভাই-বোনের মধ্যে বিয়েকে নিষিদ্ধ করে।’

ইসলাম বিধান রয়েছে, একই নারীর দুধ পান করা নারী ও পুরুষ বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবে না

আরও খবর

                   

সম্পর্কিত