জাতীয়

আজ সন্ধ্যায় হাসপাতালে নেওয়া হবে খালেদা জিয়াকে

  প্রতিনিধি ১ মে ২০২৪ , ১:৩৪:২৬ প্রিন্ট সংস্করণ

আজ সন্ধ্যায় হাসপাতালে নেওয়া হবে খালেদা জিয়াকে
ছবিঃ সংগৃহীত

জরুরি কিছু স্বাস্থ্য পরীক্ষার জন্য বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে হাসপাতালে নেওয়া হবে বলে তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এজেডএম. জাহিদ হোসেন জানিয়েছেন

চিকিৎসক জাহিদ হোসেন বলেন, ” ম্যাডামের অবস্থা আগের মতই। তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসা নিচ্ছেন।

 চিকিৎসকরা কিছু পরীক্ষা দিয়েছেন সেটা করাতে নিয়মিত চেকআপের অংশ হিসেবে উনাকে হাসপাতালে নেওয়া হচ্ছে।”

২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়া কারাগারে যাওয়ার পর থেকে তার অসুস্থতা খালেদা জিয়ার। করোনাভাইরাস মহামারির সময় ২০২০ সালের ২৫ মার্চ সরকারের নির্বাহী আদেশে শর্তসাপেক্ষে মুক্তি পেয়ে বাসায় ফেরেন তিনি। বেশ কয়েকবার হাসপাতালে যান। সবশেষ গত বছরের মাঝামাঝি সময়ে তার শারীরিক অবস্থার অবনতি ঘটে।

সর্বশেষ গত ৩১ মার্চ খালেদা জিয়াকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে রেখে তাকে চিকিৎসা দেওয়া হয়। ওই দফায় তিনদিন হাসপাতাল থাকার পর গুলাশানের বাসায় ফেরেন তিনি।

আরও খবর

                   

সম্পর্কিত