দেবহাটা প্রতিনিধি ২২ জুন ২০২৪ , ৯:৩৪:০৯ প্রিন্ট সংস্করণ
দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন নব-নির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান আল ফেরদাউস আলফা।
শনিবার (২২ জুন) উপজেলা পরিষদ চেয়ারম্যান আকর্ষিক ভাবে এ পরিদর্শনে যান তিনি। এসময় হাসপাতালের অব্যবস্থাপানা ও সাধারণ রুগিদের বিভিন্ন সমস্যা সম্পর্কে খোঁজ খবর নেন তিনি। পরিদর্শন করে তিনি জানান, স্বাস্থ্য কমপ্লেক্সের ভর্তি রুগিদের জন্য প্রদানকৃত খাবারের মান খুবই নিম্নমানের। হাসপাতালের বেডে অধিকাংশ বালিশের কভার নেই। বেডে ব্যবহৃত কাপড় ও অন্যান্য জিনিসপত্র অত্যান্ত দূর্গন্ধযুক্ত।
প্রতিটি টয়লেট নোংরা ও ময়লাযুক্ত। হাসপাতালের আশেপাশে ঝোপঝাড় ও নোংরা পরিবেশ। হাসপতালের বিভিন্ন সেক্টরে অব্যবস্থাপনা পাওয়া গেছে। সেই সাথে আউটডোর, জরুরি বিভাগে রুগিদের চিকিৎসা ব্যবস্থা সন্তোষজনক না বলেও অনেক রুগি জানিয়েছেন। তিনি আরো জানান, পরিদর্শন কালে স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ঢাকাতে থাকায় দায়িত্বরত ডাক্তার মারুফ হোসেনকে এসব বিষয়ে জানানো হয়েছে। পরবর্তীতে এধরণের অব্যবস্থাপনা পাওয়া গেলে সংশ্লিষ্ট উচ্চ পর্যায়ে বিষয়টি জানানো হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। সাধারণ মানুষ যাতে সরকারি হাসপাতালে সু-চিকিৎসা পায় তার জন্য ডাক্তার ও সংশ্লিষ্টদের কাজ করার নির্দেশ দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আল ফেরদাউস আলফা।