জাতীয়

আজ শিশুদের খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল

  প্রতিনিধি ১ জুন ২০২৪ , ১১:২৪:৩৬ প্রিন্ট সংস্করণ

আজ শিশুদের খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল
সংগৃহীত ছবি

জাতীয় ভিটামিন ‘’এ প্লাস” ক্যাম্পেইন অনুষ্ঠিত হচ্ছে আজ শনিবার (১ জুন)। দিনব্যাপী এ কর্মসূচিতে ৬ থেকে ৫৯ মাস বয়সী প্রায় দুই কোটি ২২ লাখ শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।

ক্যাপসুল খাওয়ানোর সময় ভরাপেটে শিশুকে স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসার পরামর্শ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।ঘূর্ণিঝড় রিমালের আঘাতে ক্ষতিগ্রস্থ উপকূলের কিছু এলাকায় এবং সিলেটে বন্যা কবলিত কিছু এলাকায় পরবর্তীতে এই কর্মসূচি পালিত হবে। 

সংবাদ সম্মেলনে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশিদ আলম,উপকূলের যেসব এলাকা ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে সেখানে পুনর্বাসন বাস্তবায়ন হওয়ার পর দ্রুত সময়ের মধ্যে এ ক্যাপসুল খাওয়ানো হবে। এসব কেন্দ্রের সংখ্যা ১২২৪টি।

ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর মাধ্যমে শিশুর উপকারিতা সম্পর্কে মহাপরিচালক বলেন, ভিটামিন এ ক্যাপসুল খেলে অন্ধত্ব প্রতিরোধ হয়, দেহের স্বাভাবিক বৃদ্ধি নিশ্চিত করে। সকল ধরনের মৃত্যুর হার ২৪ শতাংশ হ্রাস করে। এছাড়াও হাম, ডায়রিয়া এবং নিউমোনিয়ার কারণে মৃত্যু উল্লেখযোগ্য হারে কমায়।

আরও খবর

                   

সম্পর্কিত