বিনোদন

রেকর্ড গড়ল ‘ফিমেল ফোর’

  বিনোদন ডেস্ক: ২১ জুন ২০২৪ , ৪:১০:৫৬ প্রিন্ট সংস্করণ

রেকর্ড গড়ল ‘ফিমেল ফোর’
রেকর্ড গড়ল ‘ফিমেল ফোর’ (ছবিঃ সংগৃহিত)

কোমল পানীয় কোকাকোলার বিজ্ঞাপন নিয়ে কিছুদিন আগেই বিতর্কিত হন পরিচালক কাজল আরেফিন অমি। তবে সে বিতর্ক তার পরিচালিত নতুন ওয়েব কনটেন্ট ‘ফিমেল ফোর’-কে বিতর্কিত করেনি বরং দর্শক সাড়া পেয়ে নেটদুনিয়ায় ঝড় তুলেছে নাটকটি।

এ প্রসঙ্গে ‘ফিমেল ফোর’-র প্রযোজক মুশফিকুর রহমান বলেন, মাত্র ১ দিনের মাথায় ২ লাখেরও বেশি পেইড দর্শক এ কন্টেন্টটি দেখেছেন। সবচেয়ে ভালো লাগছে, শুধু বাংলাদেশ নয়, ১০০টিরও বেশি দেশের দর্শক এটি উপভোগ করেছেন।

‘ফিমেল ফোর’-র সাফল্য পেছনে ফেলেছে পুরনো রেকর্ড। ছবি: সংগৃহীত

মুশফিকুর রহমান আরও বলেন, প্রথম ২৪ ঘণ্টায় ‘অসময়’-এর দ্বিগুণ এবং ‘হোটেল রিল্যাক্স’-এর চারগুণ TVOD দর্শক এনেছে ‘ফিমেল ফোর’। তাই দর্শকদের ধন্যবাদ।

‘ফিমেল ফোর’-র সাফল্যে কাজল আরেফিন অমি বলেন, প্রতিবার কন্টেন্ট নেটদুনিয়ায় রিলিজ পাওয়ার সময় চিন্তিত থাকি। তবে এবার একটু বেশি চিন্তিত ছিলাম। তবে বিশ্বাস ছিল, ভালো কাজ দর্শক অবশ্যই পছন্দ করবে। শেষ পর্যন্ত তাই হয়েছে, আলহামদুলিল্লাহ।

কাজল আরেফিন অমি পরিচালিত ‘ফিমেল ফোর’-এ বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জিয়াউল হক পলাশ, মারজুক রাসেল, শরাফ আহমেদ জীবন, পাভেল, শিমুল, সুমন পাটোয়ারি, শিবলু মৃধা, ইরেশ যাকের, নীলাঞ্জনা নীলা প্রমুখ।

আরও খবর

                   

সম্পর্কিত