বিনোদন ডেস্ক ২১ জুন ২০২৪ , ১২:৩৭:২৪ প্রিন্ট সংস্করণ
ঈদ উপলক্ষে সহকর্মীদের ঈদ উপহার দিয়েছেন অভিনেতা ও শিল্পী সমিতির বর্তমান সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন ডিপজল। সংবাদমাধ্যম অনুযায়ী,সহকর্মীদের ১০ লাখ টাকা ঈদ উপহার দিয়েছেন তিনি।
১৯জুন বুধবার সন্ধ্যায় ডিপজলের বড় ভাইয়ের জন্য দোয়ার আয়োজন করা হয় এফডিসির মসজিদে। এদিন উপস্থিত শিল্পীদের নিজ হাতে ঈদ উপহার তুলে দেন এই অভিনেতা।বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির পক্ষ থেকে শিল্পী ও কলাকুশলীদের জন্য এবারের ঈদুল আজহায় তিনটি গরু কোরবানি দেওয়ার ঘোষণা দিয়েছিলেন ডিপজল। সেভাবেই প্রস্তুতি চলছিল। কিন্তু শেষ মুহূর্তে ডিপজলের বড় ভাই হাজী মো. শাহাদাৎ হোসেনের মৃত্যুতে এলেমেলো হয়ে যায়। কিন্তু শিল্পীদের নিরাশ করেনি ডিপজল। ঈদ শেষে সহকর্মীদের নগদ ১০ লাখ টাকা ঈদ উপহার দিয়েছেন তিনি।
এ প্রসঙ্গে ডিপজল বলেন, ‘সবাই জানেন আমার বড় ভাই মারা গেছেন। যার জন্য গরু কিনতে পারিনি। গরু কেনার ১০ লাখ টাকা শিল্পী সমিতির ফান্ডে দিয়েছি। কার্যনির্বাহী কমিটি এই টাকা সবার মধ্যে বিলিয়ে দিবে। উপস্থিত যারা ছিলেন আমি নিজ হাতে তাদের এ উপহার দিয়েছি। উপহার পেয়ে তারা খুশি।’