বিনোদন ডেস্ক ১৫ জুন ২০২৪ , ১২:১৭:৫২ প্রিন্ট সংস্করণ
ঢাকাই চলচ্চিত্রের ‘মুভিলর্ড’ ও ‘দানবীর’ খ্যাত অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল। তার বড় ভাই হাজি মো. শাহাদাৎ হোসেন হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বর্তমানে লাইফ সাপোর্টে রয়েছেন তিনি। ভাইয়ের সুস্থতা কামনা করে সবার কাছে দোয়া চেয়েছেন ডিপজল।
শুক্রবার (১৪ জুন) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে ডিপজল লিখেছেন, আমার বড় ভাই হাজি মো. শাহাদাৎ হোসেন (বাদশা ভাই) ১৪ জুন ভোর ৩টায় হৃদরোগে আক্রান্ত হয়ে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বর্তমানে লাইফ সাপোর্টে আছেন। সবাই তার দ্রুত সুস্থতার জন্য দোয়া করবেন।
ওই পোস্টে সহকর্মী থেকে ভক্ত-অনুরাগী সবাই ডিপজলের ভাইয়ের সুস্থতা কামনা করেছেন।