বিনোদন ডেস্ক ১২ জুন ২০২৪ , ৯:২৪:৩১ প্রিন্ট সংস্করণ
সম্প্রতি কান উৎসবে সাদা গাউন পরে লাল গালিচায় হেঁটে নজর কাড়েন গ্ল্যামার কুইন প্রীতি। সে সময় একটি চমকপ্রদ ফটোশ্যুটও করেছিলেন তিনি।
বলিউডের ডিম্পল গার্ল খ্যাত প্রীতি জিন্তাকে দেখে এখনও বোঝার উপায় নেই যে তার বয়স পঞ্চাশ ছুঁই ছুঁই। এই বয়সেও গ্ল্যামার ধরে রেখেছেন নিজ চেষ্টায়। মূলত ফ্যাশন এবং লাইফস্টাইল ম্যাগাজিনের জন্য ডিজিটাল কভার শ্যুট করেছিলেন অভিনেত্রী। যার খানিকটা ঝলক সামাজিক মাধ্যমে দেখা গেছে।
প্রীতি তার সামাজিক মাধ্যমে ওই ফটোশ্যুটের একটি ভিডিও শেয়ার করেন। সেখানে ফ্যাশন ফটোশ্যুটের জন্য লাল, নীল এবং ক্রিম রঙের গাউনে ধরা দেন ৪৯ বছর বয়সী এই তারকা। বয়স যে শুধু সংখ্যা- তার সাজগোজে সেটা প্রমাণ করতে চেয়েছেন তিনি। ভিডিওতে দেখা যায়, প্রীতির গলায় ছিল পাখির ডানার মত দেখতে সোনালি-গোলাপি নেকলেস, সাথে অফ শোল্ডার লাল গাউনে ফুটে উঠেছেন প্রীতি। পৃথক সাজে নীল গাউন পরেও পোজ দিতে দেখা যায় তাকে। সবশেষে ক্রিম রঙের গাউনে লীলায়িত ভঙ্গিতে দেখা দেন বলিউডের এই গ্ল্যামার কুইন।