প্রতিনিধি ২ জুন ২০২৪ , ১১:৩০:১৭ প্রিন্ট সংস্করণ
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নবনির্বাচিত নেতারা।
শনিবার (১ জুন) দুপুরে ডিএমপি সদরদপ্তরে শিল্পী সমিতির নেতারা এ সৌজন্য সাক্ষাৎ করেন।সাক্ষাৎকালে ডিএমপি কমিশনার সংগঠনটির নব-নির্বাচিত কমিটির নেতাদের সঙ্গে কুশলাদি ও শুভেচ্ছা বিনিময় করেন।
শিল্পীদের সম্মান, প্রশাসনিক সহযোগিতাসহ বিভিন্ন সমস্যায় পুলিশকে পাশে থাকার জন্য কমিশনারের প্রতি আহ্বান জানান নবনির্বাচিত নেতারা। এসময় কমিশনারও তাদের সহায়তা দেবেন বলে আশ্বস্ত করেন।সাক্ষাৎ এ উপস্থিত ছিলেন ডিএমপির অতিরিক্ত কমিশনার মহিদ উদ্দিন ও যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার।
অন্যদিকে মিশা-ডিপজলের সঙ্গে ছিলেন চিত্রনায়িকা পলি, রত্না, শাহনূর, দিলারা ইয়াসমিন, অভিনেতা জয় চৌধুরী, সনি রহমান, সুব্রত, আলীরাজ, চুন্নু, আরমান প্রমুখ।