প্রচ্ছদ

ডিএমপি কমিশনারের সঙ্গে শিল্পী সমিতির নেতাদের সাক্ষাৎ

  প্রতিনিধি ২ জুন ২০২৪ , ১১:৩০:১৭ প্রিন্ট সংস্করণ

ডিএমপি কমিশনারের সঙ্গে শিল্পী সমিতির নেতাদের সাক্ষাৎ
ডিএমপি কমিশনারের সঙ্গে শিল্পী সমিতির নেতাদের সাক্ষাৎ

 ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নবনির্বাচিত নেতারা।

শনিবার (১ জুন) দুপুরে ডিএমপি সদরদপ্তরে শিল্পী সমিতির নেতারা এ সৌজন্য সাক্ষাৎ করেন।সাক্ষাৎকালে ডিএমপি কমিশনার সংগঠনটির নব-নির্বাচিত কমিটির নেতাদের সঙ্গে কুশলাদি ও শুভেচ্ছা বিনিময় করেন।

শিল্পীদের সম্মান, প্রশাসনিক সহযোগিতাসহ বিভিন্ন সমস্যায় পুলিশকে পাশে থাকার জন্য কমিশনারের প্রতি আহ্বান জানান নবনির্বাচিত নেতারা।  এসময় কমিশনারও তাদের সহায়তা দেবেন বলে আশ্বস্ত করেন।সাক্ষাৎ এ উপস্থিত ছিলেন ডিএমপির অতিরিক্ত কমিশনার মহিদ উদ্দিন ও যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার।

অন্যদিকে মিশা-ডিপজলের সঙ্গে ছিলেন চিত্রনায়িকা পলি, রত্না, শাহনূর, দিলারা ইয়াসমিন, অভিনেতা জয় চৌধুরী, সনি রহমান, সুব্রত, আলীরাজ, চুন্নু, আরমান প্রমুখ।

আরও খবর

                   

সম্পর্কিত