প্রতিনিধি ৩১ মে ২০২৪ , ১:৫৯:৪১ প্রিন্ট সংস্করণ
বলিউড বাদশাহ শাহরুখ খান। অন্যদিকে,বলিউড অভিনেতা মনোজ বাজপেয়ী। অভিনয় ক্যারিয়ারে যশ-খ্যাতির পাশাপাশি অর্থ-সম্পদেরও মালিক হয়েছেন। অনেক সংগ্রামের মধ্য দিয়ে বর্তমান অবস্থান তৈরি করেছেন তিনি।
সদ্য মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র ‘ভাইয়া জি’ নিয়ে বেশ আলোচনায় রয়েছেন বলিউডের আইকনিক অভিনেতা মনোজ বাজপাই। তার ভাইয়া জি।সিনেমার মুক্তি উপলক্ষে গালাটা ডটকমকে সাক্ষাৎকার দিয়েছেন মনোজ। তাতে নিজের অতীত নিয়ে কথা বলতে গিয়ে তিনি জানান, অর্থের অভাবে এক সিগারেট ভাগ করে খেতেন শাহরুখ-মনোজ।মনোজ বাজপেয়ী বলেন, ‘‘কেবল আমি আর শাহরুখই নই, আপনি যখন একটি থিয়েটার গ্রুপে কাজ করবেন, তখন কেউ একা ধূমপান করবেন না। কেউই একটি সিগারেট একা খায় না।
কারণ এই খরচ বহন করার সামর্থ্য নেই। সুতরাং যদি কেউ একটি সিগারেট আনে, তবে সেটা চারজনে ভাগ করে নিবে।যদি কারো এক প্যাকেট কিংবা একটি সিগারেট কেনার টাকা থাকে,তারপরও সে একা ধূমপান করবে না। কারণ একসময় সেও ভাগ করে ধূমপান করেছে।’ বলেন মনোজ।