বিনোদন

একঝাঁক বলিউড তারকা সোচ্চার হলেন ইসরায়েলি গণহত্যার বিরুদ্ধে

  প্রতিনিধি ৩১ মে ২০২৪ , ১০:২০:১০ প্রিন্ট সংস্করণ

একঝাঁক বলিউড তারকা সোচ্চার হলেন ইসরায়েলি গণহত্যার বিরুদ্ধে

ফিলিস্তিনে ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে উত্তাল সামাজিক যোগাযোগমাধ্যম। দ্রুত বেগে ছড়িয়ে পড়েছে অল আইস অন রাফা ক্যাম্পেইন।

এই স্লোগান লেখা একটি ছবিও এখন ট্রেন্ডিংয়ে। ছবিতে দেখা যায়, অসংখ্য তাঁবু দিয়ে গড়ে তোলা বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের আশ্রয়শিবিরের দৃশ্য। স্লোগান—‘অল আইস অন রাফা’। অর্থাৎ সবার চোখ রাফার দিকে। ছবিটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই-জেনারেটেড) দিয়ে তৈরি।সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে চলছে তীব্র প্রতিবাদের ঝড়। এই স্রোতে দেরিতে হলেও নিজেদের তরী ভাসালেন বলিউড তারকারা।

এত দিন দু–একজন ছাড়া ভারতীয় তারকাদের গাজা তথা ফিলিস্তিন প্রসঙ্গে কোনো রকম স্পষ্ট বা জোরালো বক্তব্য দিতে দেখা যায়নি তেমন। এ নিয়ে ভক্তদের মধ্যে অসন্তোষও ছিল। সম্প্রতি আলিয়া ভাট, দিয়া মির্জা, কারিনা কাপুরসহ অনেক তারকাই অল আইজ অন রাফা ট্রেন্ডে যোগ দিয়েছেন।

আরও খবর

                   

সম্পর্কিত