আন্তর্জাতিক

মাথা ‘ন্যাড়া’প্রসঙ্গে মুখ খুললেন রুক্মিণী মৈত্র

  প্রতিনিধি ৩০ মে ২০২৪ , ১০:০৬:২৩ প্রিন্ট সংস্করণ

মাথা ‘ন্যাড়া’প্রসঙ্গে মুখ খুললেন রুক্মিণী মৈত্র

টলিউডের জনপ্রিয় অভিনেত্রীদের একজন রুক্মিণী মৈত্র।

This image has an empty alt attribute; its file name is rukmini-maitra-20240524150443.webp

বক্স অফিস হিট একাধিক সিনেমা উপহার দিয়েছেন তিনি। অভিনয়ের পাশাপাশি সুন্দর চুলের জন্য তিনি জনপ্রিয়। তবে হঠাৎ করেই রুক্মিণী দেখা দিলেন ভিন্ন ভাবে।গত বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে একাধিক ছবি পোস্ট করেছেন অভিনেত্রী, সেই থেকে তাকে নিয়ে চলছে আলোচনা। মূলত আগামী ৭ই জুন মুক্তি পেতে যাচ্ছে তার নতুন সিনেমা ‘ব্যুমেরাং’। সেখানে তাকে ন্যাড়া মাথায় দেখা যাবে। ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকার খবরে জানা যায়, এক সাক্ষাৎকারে মাথা ‘ন্যাড়া’ করার প্রসঙ্গে মুখ খুলেছেন রুক্মিণী। অভিনেত্রী বলেন, ন্যাড়া মাথায় আমাকে দেখে অনেকেই প্রশংসা করেছেন। এমনকি, মুম্বাইতেও আমার লুক নিয়ে আলোচনা হয়েছে। আসলে এই প্রথম আমার কোনো লুক নিয়ে এতটা চর্চা হল

মাথা 'ন্যাড়া' প্রসঙ্গে যা বললেন রুক্মিণী

মাথা ‘ন্যাড়া’প্রসঙ্গে রুক্মিণী বলেন, ‘‘মানুষ ভালো বলবেন, না কি খারাপ, আমি সেসব কিছুই ভাবিনি। আমার কাজটা করে ভালো লাগছে কি না, সেটাই বেশি করে মাথায় কাজ করছিল। তাছাড়া লোকে কী ভাববে, সেটা ভেবে জীবন যাপন করলে তখন তা আর নিজের জীবন থাকে না! সেটা করলে আমার জীবনের রিমোটটা তখন তাদের হাতে থাকবে। আর আমি সত্যিই রোবট হয়ে যাব।’’

পরিশ্রমের ফল যে ভালো হয়, সেটা বিশ্বাস করেন রুক্মিণী। তাই শেষ পর্যন্ত যখন নিজের লুকটা দেখেন, তখন বুঝতে পারেন, তাদের পরিশ্রমটা সার্থক।

আরও খবর

                   

সম্পর্কিত