প্রতিনিধি ২৯ মে ২০২৪ , ৩:৩৩:৩৯ প্রিন্ট সংস্করণ
আম্বানি পুত্র অনন্ত আম্বানি এবং তার বাগদত্তা রাধিকা মার্চেন্টের দ্বিতীয় প্রাক-বিবাহ অনুষ্ঠান এবার আয়োজিত হবে ইতালি ও ফ্রান্সে।
ভারতের শীর্ষ ধনী মুকেশ আম্বানির ছেলে অনন্ত আম্বানি ও শিল্পপতি বীরেন মার্চেন্টের মেয়ে রাধিকা মার্চেন্ট।
আন্তর্জাতিক পপ তারকা রিহানা থেকে শুরু করে বিল গেটস ও মার্ক জুকারবার্গের মতো বিশ্বের বড় ধনকুবেররা উপস্থিত ছিলেন মুকেশ আম্বানির ছেলের প্রাক-বিবাহ অনুষ্ঠানে। অনুষ্ঠানে পারফর্ম করে কমপক্ষে ছয় মিলিয়ন ডলারের চেক নিজের পকেটে পুরেছেন রিহানা। এমনকি অনুষ্ঠানে মঞ্চে একসাথে নাচতে দেখা গেছে বলিউড তারকা শাহরুখ, সালমান ও আমির খানকে।
শোনা যাচ্ছে, এবার অনন্ত-রাধিকার প্রি-ওয়েডিং পার্টিতে মঞ্চ কাঁপাতে পারেন শাকিরা।২৯ মে থেকে জুন ১ পর্যন্ত চলা এই অনুষ্ঠানে রয়েছে আরও চমক। শুধু শাকিরাই না স্টেজ মাতাতে পারেন ডুয়া লিপা ও এ আর রহমান। আম্বানি পরিবারের ঘনিষ্ঠজনরা জানিয়েছেন, শাকিরা মঞ্চে অনুষ্ঠানের জন্য পারিশ্রমিক হিসেবে নিচ্ছেন ১০ থেকে ১৫ কোটি টাকা।