বিনোদন

গাবতলী গরুর হাটে চলচ্চিত্র শিল্পীদের চাকরি দেবেন ডিপজল

  প্রতিনিধি ২৪ মে ২০২৪ , ১০:৩৮:০৭ প্রিন্ট সংস্করণ

গাবতলী গরুর হাটে চলচ্চিত্র শিল্পীদের চাকরি দেবেন ডিপজল

সম্প্রতি তেমনই এক আয়োজনে শিল্পীদের গাবতলী গরুর হাটে চাকরি দেওয়ার আশ্বাস দিয়েছেন নবনির্বাচিত সভাপতি ‘মিশা সওদাগর’।      

আসন্ন ঈদুল আজহায় গাবতলী গরুর হাটের ইজারা পেয়েছেন ডিপজল। বিষয়টি জানিয়ে মিশা সওদাগর বলেন, ‘আপনার শুনে খুশি হবেন যে, আমাদের ডিপজল সাহেব এবার একা নিয়েছেন গাবতলী।

আমি বলে রাখছি- ‘ভাই আমার অনেক ছেলে-মেয়ে, কাজ লাগবে। ’ আপনারা যারা যারা কাজ করতে চান, এই যেমন চুন্নু মামাকে (নৃত্য পরিচালক) বলব, নাচের ডিরেক্টরদের বলব- ‘তোমার কজন লাগবে দাও।এত বড় হাট গাবতলী! ভাই বলছেন, তুই আমারে তালিকা দে একটা যারা কাজ করতে আগ্রহী।উল্লেখ্য, গত ১৯ এপ্রিল চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৪-২৬ মেয়াদে নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

আরও খবর

                   

সম্পর্কিত