বিনোদন

’মায়া দ্য লাভ’ ট্রেইলারে হতাশ ভক্তরা,ফ্লপ হবে এমন আশঙ্কা করছেন অনেকে

  প্রতিনিধি ১ এপ্রিল ২০২৪ , ১২:৪৮:১০ প্রিন্ট সংস্করণ

মায়া দ্য লাভ’ ট্রেইলারে হতাশ ভক্তরা,ফ্লপ হবে এমন আশঙ্কা করছেন অনেকে
ছবি : সংগৃহীত

মায়া দ্য লাভ ’ ট্রেইলারে হতাশ।

ট্রেইলার শুরু হয় বুবলির কবিতা পড়ার মতো ডায়লগ ডেলিভারি দিয়ে। বুবলি যেনো অভিনেত্রী বর্ষাকে মনে করিয়ে দিলো। ‘। পাশাপাশি সাইমন সাদিক এর ডায়লগ ডেলিভারি’ও ছিলো মারাত্মক দূর্বল। রোশান তার গতানুগতিক ধারা অব্যাহত রেখেছে, কোনো পরিবর্তন নেই। ট্রেইলারে মোটামুটি ভালোদিক বলতে ছিলেন আনিসুর রহমান মিলন ,কালার গ্রেডিং কিছুটা।

পরিচালক জাকির উদ্দিন জসিম- এর মেইন কাস্টিং এ আরো সচেতন হওয়া উচিত ছিল। বিশেষ করে বুবলি এবং সাইমন সাদিক তার ভুল কাস্টিং। নয়তো এটা তার ব্যর্থতা সে সঠিকভাবে ব্যবহার করতে পারে নাই। যদিও কমার্শিয়াল সিনেমার জন্য বুবলি পারফেক্ট নায়িকা না, পূর্বেও আমরা দেখছি। ভালো অভিনয়ের কোনো কমার্শিয়াল সিনেমা নাই তার ক্যারিয়ারে। এই সিনেমার গল্পটাও কিছুটা আন্দাজ করতে পেরেছি, কেউ কেউ বলছে কিছুটা ‘DIA’ সিনেমার সাথে হুবহু মিলে যায়। ওই সিনেমা ছিলো ত্রিভুজ প্রেমের গল্প, আর এটায় শুধু একটা বাড়তি চরিত্র এড করে চতুর্ভুজ প্রেমের গল্প বানানোর চেষ্টা। তাছাড়া এমন গল্পের অনেক সিনেমা আমাদের দেশেই হয়েছে। এখন মুক্তির অপেক্ষায়। সব মিলিয়ে ট্রেইলার এভারেজ লাগছে। পার্সোনাল রেটিং: ৫/১০

লিখা:শরিফ শেখ

আরও খবর

                   

সম্পর্কিত