বিনোদন ডেস্ক ১৩ মে ২০২৪ , ১২:৫৫:০০ প্রিন্ট সংস্করণ
আগামী ঈদুল আজহায় মুক্তি পাবে ‘তুফান’। এখন পুরোদমে চলছে এই ছবির শুটিং। ইতোমধ্যেই প্রকাশ পেয়েছে তুফানের পোস্টার ও টিজার। যা বেশ সাড়া ফেলেছে দর্শকদের মাঝে।
এরই মধ্যে আইন ভঙ্গের অভিযোগ উঠলো,সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠানের বিরুদ্ধে। নিয়মনীতির তোয়াক্কা না করেই এগিয়ে যাচ্ছে ‘তুফান’ এমনটাই দাবি করছেন বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড।
সেন্সর বোর্ডের অনুমতি ছাড়াই নারায়ণগঞ্জে’গুলশান’সিনেমা হলে শুক্রবার (১০ মে) দুপুর ১২টার শোতে দেখানো হয় ‘তুফান’ সিনেমার টিজার। বিষয়টি নজরে এসেছে উল্লেখ করে খালেদা বেগম বলেন, সেন্সর বিহীন টিজার প্রদর্শনের বিষয়টি আমরা শুনেছি। আমাদের ইন্সপেক্টর যাবে সেখানে। সেন্সর ছাড়পত্র বিহীন সিনেমা প্রদর্শন করা বেআইনি। নারায়ণগঞ্জ ছাড়াও অন্য কোথাও চলে কি না সেটাও আমরা দেখছি। সারা বাংলাদেশে আমাদের ইন্সপেক্টর মাত্র তিনজন। যে কারণে সবগুলো প্রেক্ষাগৃহে দেখা মুশকিল। তারপরও যেখানে এমন বেআইনি প্রদর্শন হবে আমরা ব্যবস্থা নেব।
বিষয়টি নিয়ে যোগাযোগ করা হয় ‘তুফান’ ছবির অন্যতম প্রযোজক ও আলফা আইয়ের কর্ণধার শাহরিয়ার শাকিলের সঙ্গে। তিনি বলেন,’‘এ বিষয়ে আমরা কিছুই জানিনা। আমরা তুফান ছবির কোনো টিজার বা পোস্টার হলে প্রদর্শনের জন্য এখনও দেইনি। দিলে সেন্সরবোর্ডের অনুমতি নিয়েই দেব। এখন যদি কেউ পাইরেসি করে তা প্রদর্শন করে এটা তাদের ব্যাপার। কারা এটি করছে,কেনো করেছে এটা জানতে পারলে আমরাও আইনি ব্যবস্থা নেব।”
প্রধান চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান। অন্যান্য আরও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, মিমি চক্রবর্তী, নাবিলা। আসছে ঈদুল আজহায় সিনেমাটি মুক্তির কথা রয়েছে।