প্রতিনিধি ১২ মে ২০২৪ , ৮:২২:৫৪ প্রিন্ট সংস্করণ
মা হতে যাচ্ছেন ‘ব্যাচেলর পয়েন্ট’খ্যাত অভিনেত্রী ফারিয়া শাহরিন। বিশ্ব মা দিবস উপলক্ষে আজ ফেসবুক স্ট্যাটাসে আনন্দের খবরটি জানিয়েছেন এ অভিনেত্রী নিজেই।
বিশ্ব মা দিবসে নিজের ফেসবুকে মা হওয়ার এ খবর জানান তিনি।
দেশের এক সংবাদমাধ্যমকে মা হওয়া প্রসঙ্গে ফারিয়া শাহরিন বলেন, ‘মা হওয়ার অনুভূতি ভাষায় প্রকাশ করে বোঝানো যাবে না। স্বপ্ন সত্যি হলো। আল্লাহর উপহার এটা।
নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে ফারিয়া শাহরিন লেখেন, ‘বিসমিল্লাহ। হ্যাপি মাদারস ডে টু মি। মা হওয়ার অনুভূতি ভাষায় প্রকাশ করে বোঝানো যাবে না। স্বপ্ন সত্যি হলো। আল্লাহর উপহার এটা। তিনি নিজ হাতে এই উপহার পাঠাচ্ছেন। সবার কাছে দোয়া চাই।
২০২১ সালের ফেব্রুয়ারি মাসে মাহফুজ রায়ানের সঙ্গে বাগদান হয় ফারিয়ার। দুই বছর পর অর্থাৎ ২০২৩ সালে পারিবারিকভাবে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। এক বছর পর মা দিবসে জানালেন নতুন অতিথি আগমনের খবর।