বিনোদন

হঠাৎ দেখা শাকিব-ঋতুপর্ণার

  প্রতিনিধি ৬ মে ২০২৪ , ১১:১৮:১০ প্রিন্ট সংস্করণ

হঠাৎ দেখা শাকিব-ঋতুপর্ণার
ছবিঃ সংগৃহীত

ঢালিউডের শাকিব খান আর টলিউডের ঋতুপর্ণা সেনগুপ্তের মধ্যে বন্ধুত্ব অনেক পুরোনো। সামাজিকমাধ্যমে তাদের একসঙ্গে কয়েকটি ছবি দেখা যায়।

এরপর থেকে নেটিজেনেদের মনে নানা কৌতুহল! একসঙ্গে কী করছেন তারা! শনিবার ফেসবুক পেজে বিষয়টি খোলাসা করলেন ঋতুপর্ণা নিজেই।  

‘তুফান’ সিনেমার শুটিংয়ের মাঝে ঋতুপর্ণা সেনগুপ্তর সঙ্গে হয় সাক্ষাৎ শাকিব খানের। অভিনেত্রীর ভাষ্য, শাকিব আমার ভালো বন্ধু। কলকাতায় এলে আমাদের দুজনের দেখা সাক্ষাৎ হয়। শুনেছি শাকিব শুটিং করতে কলকাতায় এসেছে। আমি আমার অভিনীত ‘দাবাড়ু’ সিনেমার প্রচার প্রচারণায়  ভীষণ ব্যস্ত। এ কারণে এবার শাকিবের সঙ্গে দেখা হওয়ার কোনই সুযোগ ছিল না।

হঠাৎ সিনেমার প্রচারের সময় শাকিবের সঙ্গে আমার দেখা হয়ে যায়। এ সময় আমার সঙ্গে ছিলেন আমার এক বান্ধুবী ও তার স্বামী। সবাই মিলে একটি আনন্দঘন সময় পার করেছি।

আরও খবর

                   

সম্পর্কিত