আন্তর্জাতিক

আসছে হৃতিকের ‘কৃষ ফোর’

  প্রতিনিধি ৩ মে ২০২৪ , ১১:৩০:০০ প্রিন্ট সংস্করণ

আসছে হৃতিকের ‘কৃষ ফোর’
ছবিঃ সংগৃহীত

হৃতিক রোশন অভিনীত ‘কৃষ’ হল বলিউডের অন্যতম সফল ফ্র্যাঞ্চাইজি। শুধু তাই নয়, ভারতীয় সুপার হিরোর দুনিয়ায় সেরা হিসেবে ধরা হয়।

২০২১ সালেই কৃষ ৪ আসার ঘোষণা করা হয়েছিল।তারপর থেকে নির্মাতার পুরোপুরি চুপ করে যান। অস্থির হয়ে পড়েছিলেন দর্শকরাও। এখন সিদ্ধার্থ আনন্দের একটি সাম্প্রতিক টুইট নিশ্চিত করল যে ক্রিশ ৪ সত্যিই আসছে

কয়েক দিন আগে মাইক্রোব্লগিং সাইট এক্সে একটি পোস্ট দিয়েছে ‘রিয়েল বক্স অফিস’ নামে আইডি থেকে। ‘কৃষ’ সিনেমার পোস্টার শেয়ার করে লেখা হয়েছে, “সে আসছে। ‘কৃষ ফোর’।” এ পোস্টে মন্তব্য করেছেন ‘পাঠান’ সিনেমার পরিচালক সিদ্ধার্থ আনন্দ। সম্মতি জানিয়ে এই নির্মাতা লেখেন, ‘হ্যাঁ, সে…

ইন্ডিয়া টুডের তথ্য অনুসারে, হৃতিক রোশান বর্তমানে পরিচালক সিদ্ধার্থ আনন্দর ‘ওয়ার টু’ সিনেমার কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। আগামী বছর ‘কৃষ ফোর’ সিনেমার শুটিং শুরু হবে।এই পুরো গরমকাল জুড়েই হৃতিক ঠিক করেছে ব্রেনস্টর্মিং সেশন চলবে। রাকেশ এবং তিনি দুজনেই এমন একটি গল্প দর্শকদের উপহারদিতে চান, যা সব প্রত্যাশা ছাড়িয়ে যাবে’।

রাকেশ বলেন,‘দর্শকরা আর এখন প্রেক্ষাগৃহে ফিরে আসছে না। এটা আমার কাছে একটি বড় প্রশ্নচিহ্ন। কৃশ ৪ বড় বাজেটের ছবি হতে চলেছে। পৃথিবী ছোট হয়ে গেছে এবং আজকের বাচ্চারা হলিউডের সুপারহিরো ফিল্ম দেখতে অভ্যস্ত যেগুলো ৫০০-৬০০ মিলিয়ন ডলারের বাজেটে তৈরি হয়। আমাদের বাজেট তো মাত্র ২০০-৩০০ কোটি।

আরও খবর

                   

সম্পর্কিত