বিনোদন ডেস্ক ১২ অক্টোবর ২০২৪ , ৪:০৩:৪৪ প্রিন্ট সংস্করণ
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নানা নাটকীয়তার জন্ম দিয়ে অবশেষে বিয়ে করলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ।
শুক্রবার দিবাগত রাতে পারিবারিকভাবে ঘরোয়া আয়োজনে তার বিয়ে সম্পন্ন হয়। তবে পাত্রী কে বা তার বাসা কোথায় সেটা নিশ্চিত হওয়া যায়নি।
বিয়ের অনুষ্ঠানে ছিলেন এমন কয়েকজন বিষয়টি নিশ্চিত করেছেন। তবে হাসনাত আবদুল্লাহর অনুরোধে সবাই বিস্তারিত জানাতে অপরাগতা প্রকাশ করেন।
অন্যদিকে বিয়ের বিষয়টি হাসনাত আবদুল্লাহ নিজেই তার বেশ কয়েকজন পরিচিত ব্যক্তিদের ইনবক্সে মেসেজে জানিয়েছেন।
সেখানে তিনি বলেন, গতকাল শুক্রবার পারিবারিকভাবে ছোট্ট পরিসরে আমার বিয়ে হয়েছে।
এর আগে শুক্রবার (১১ অক্টোবর) নিজের ভেরিফাইড ফেসবুক পোস্টে নাটকীয় এক পোস্ট দেন হাসনাত আবদুল্লাহ। নিজের বিয়ের কথা সবার কাছে আড়াল করতেই এই নাটকীয়তার জন্ম দেন হাসনাত ও অন্যান্য সমন্বয়ক ও সহ-সমন্বয়করা। পরে সেটি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ ভাইরাল হয়।