বিনোদন

অবশেষে সেন্সরে যাচ্ছে পরীর ‘নিষিদ্ধ’ সিনেমা

  বিনোদন ডেস্ক ১৫ আগস্ট ২০২৪ , ১২:৩৫:৪৮ প্রিন্ট সংস্করণ

অবশেষে সেন্সরে যাচ্ছে পরীর ‘নিষিদ্ধ’ সিনেমা
পরিমনি

২০১৩ সালে সাভারের রানা প্লাজা ধসের ঘটনায় নিহত হয়েছিল হাজারেরও বেশি গার্মেন্টস শ্রমিক। আর সেই ধ্বংসস্তূপের নীচে থেকে ১৭ দিন পর আশ্চর্যজনকভাবে রেশমা আক্তার নামে এক গার্মেন্টসকর্মীকে উদ্ধারের ঘটনায় বিশ্বজুড়ে তোলপাড় সৃষ্টি হয়েছিল। সেই ঘটনাকে উপজীব্য করে নজরুল ইসলাম খান নির্মাণ করেছিলেন ‘রানা প্লাজা’ নামের একটি সিনেমা। যার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন সাইমন সাদিক ও পরীমণি।

দর্শকের প্রবল আগ্রহ থাকা সত্ত্বেও আলোর মুখ দেখেনি সিনেমাটি। সেন্সর বোর্ড, আদালত- সবখান থেকেই এর মুক্তিতে বাধা আসে। চরম বিপাকে পড়েন নির্মাতা। দেশে নতুন অন্তর্বর্তীকালীন সরকার আসায় পর অবশেষে আশায় বুক বেঁধেছেন নজরুল ইসলাম খান।

তার কথায়, ‘ছবিটি এবার সেন্সর ছাড়পত্র পাবে। দর্শকরা দেখতে পাবে “রানা প্লাজা”। বহু চেষ্টা করেও বিগত ১০ বছর আমার ছবিটির সেন্সর ছাড়পত্র পায়নি। বোর্ডের সদস্যরা আমার সঙ্গে বসে ছবিটি দেখেছেন, চোখের পানি ফেলেছেন, বুকে জড়িয়ে ধরে বলেছেন, “দারুণ ছবি”। অথচ পরের দিন জানলাম, ছাড়পত্র দিতে ওপর থেকে নিষেধ করা হয়েছে।

তিনি আরও বলেন, ‘উচ্চ আদালতে গিয়েও লাভ হয়নি। কে ছিল এর বিরুদ্ধে সেটাও বলা হয়নি আমাকে। দ্বারে দ্বারে ঘুরেছি, মন্ত্রীদের কাছেও গিয়েছিলাম। কেউ আমার পাশে দাঁড়াননি। এখন সময়ের পরিবর্তন হয়েছে। মানুষ কথা বলতে পারছে, নিজের মত প্রকাশ করতে পারছে। আশা করছি, আমিও ছবিটি মুক্তির স্বাধীনতা পাব। আগামী সপ্তাহে সব কাগজপত্র ঠিক করে ছবিটি ফের সেন্সরে জমা দিব।

আরও খবর

                   

সম্পর্কিত