বিনোদন

‘ভয়ংকর আয়নাঘর’ নির্মাণ করবেন খোকন

  বিনোদন ডেস্ক ১৪ আগস্ট ২০২৪ , ১২:১৩:২৭ প্রিন্ট সংস্করণ

‘ভয়ংকর আয়নাঘর’ নির্মাণ করবেন খোকন
নির্মাতা বদিউল আলম খোকন।ছবি ফেসবুক থেকে নেওয়া

বাণিজ্যিক ঘরানার সিনেমার সফল নির্মাতা বদিউল আলম খোকন। এবার নতুন সিনেমার ঘোষণা দিলেন তিনি। নতুন এ সিনেমার নাম ‘ভয়ংকর আয়নাঘর’।

কারা এই সিনেমায় অভিনয় করবেন তা চূড়ান্ত না হলেও নতুন শিল্পীদের নিয়েই সিনেমাটি বানাতে চান বলে জানান চলচ্চিত্র পরিচালক খোকন।

এ প্রসঙ্গে পরিচালক বলেন, “আল জাজিরার তথ্যচিত্র ‘অল দ্য প্রাইম মিনিস্টারস মেন’ থেকেই প্রথম জানা যায় আয়নাঘরের কথা। সরকার পদত্যাগ করার পর আয়নাঘরের মানবিক অত্যাচারের কথা জানতে পারেন মানুষ। কী ভয়ংকর নিষ্ঠুরতম ঘটনা। এমন ঘটনার পুনরাবৃত্তি যেন আর না ঘটে, সেজন্যই সিনেমার মাধ্যমে মানুষকে সচেতন করতে চাই।”

বদিউল আলম খোকন আরও বলেন, “আসছে ১ নভেম্বর থেকে ‘ভয়ংকর আয়নাঘর’ সিনেমার শুটিং শুরু করব। মা-মণি ফিল্ম প্রোডাকশনের প্রযোজনায় এটি নির্মাণ করা হবে।

আরও খবর

                   

সম্পর্কিত