প্রতিনিধি ২ মে ২০২৪ , ১২:০১:২১ প্রিন্ট সংস্করণ
আসছে পুষ্পা ২। এই বছরের স্বাধীনতা দিবসে মুক্তি পাবে ছবিটি।
তার আগে প্রকাশ্যে এল আল্লু অর্জুন অভিনীত এই ছবিটির টাইটেল ট্র্যাক। তবে একটা ভাষায় নয়। একাধিক ভাষায়।তার মধ্যে স্বাভাবিক ভাবেই নজর কাড়ল পুষ্পা পুষ্পা গানটির বাংলা ভার্সন।
পুষ্পা ২ ছবিটির টাইটেল ট্র্যাক এক নয়। একাধিক ভাষায় মুক্তি পেয়েছে। টি সিরিজের তরফে এই গানটি তেলুগু, তামিল, হিন্দি, কন্নড়, মালায়ালম, বাংলা ভাষায় নিয়ে আসা হয়েছে। এর মধ্যে তামিল এবং তেলুগু ভাষায় গানটি গেয়েছেন নকাশ আজিজ এবং দীপক ব্লু। হিন্দি ভার্সনটি গেয়েছেন মিকা সিং এবং নকাশ আজিজ। বিজয় প্রকাশের কন্ঠে শোনা যাবে কন্নড় ভাষার গানটি। বাংলায় ভাষায় গেয়েছেন তিমির বিশ্বাস।আর লিরিক্স বাংলায় লিখেছেন শ্রীজাত।
ইন্ডাস্ট্রি সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, ‘পুষ্পা’ ছবির দ্বিতীয়ভাগে চিত্রনাট্যে আসবে বড়সড় বদল। এমনকী, ক্লাইম্যাক্স নাকি একেবারে চমকে দেবে দর্শকদের। পরিচালক সুকুমার সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ‘পুষ্পা’ ছবিটি যেভাবে গোটা দেশে দারুণ সাফল্য পায়, সে কথা মাথায় রেখেই এই ছবির দ্বিতীয়ভাগ সাজানো হচ্ছে।