বিনোদন ডেস্ক ১ মে ২০২৪ , ৩:৫০:২১ প্রিন্ট সংস্করণ
ভারতের সিনেমার জনপ্রিয় অভিনেত্রী শ্রুতি হাসানের প্রেমের সম্পর্ক ভেঙে গেছে।
মুম্বাইয়ের চিত্রশিল্পী শান্তনু হাজারিকার সঙ্গে চার বছরের সম্পর্কে ইতি টেনেছেন তিনি।দক্ষিণী তারকা কমল হাসনের মেয়ে অভিনেত্রী হিসাবে তো বটেই,গায়িকা হিসাবেও বেশ পরিচিত শ্রুতি হাসানের। পেশাগত জীবনের পাশাপাশি শ্রুতি হাসানের ব্যক্তিগত জীবন নিয়েও অনুরাগীদের কৌতূহল রয়েছে। গত ৪ বছর ধরে শান্তনু হাজারিকার সঙ্গে সম্পর্কে ছিলেন শ্রুতি। মাঝেমধ্যেই সোশ্যালে তাদের একসঙ্গে তোলা ছবিও দিতেন অভিনেত্রী। লিভ ইন করতেন তারা।
সম্পর্ক কেন ভাঙল,সেই প্রশ্নের মুখে পড়তে হয় শান্তনুকে। তিনি বলেন, “দুঃখিত, আমি এই বিষয়ে কোনও মন্তব্য করছি না।”
মুখে কুলুপ এঁটেছেন শ্রুতিও। এই সময়টা বোন অক্ষরার সঙ্গেই কাটাচ্ছেন তিনি। অন্তত অভিনেত্রীর সামাজিক যোগাযোগমাধ্যমের পাতায় চোখ রাখলে তেমন ইঙ্গিতই মিলছে। যদিও একসময় শ্রুতি ও শান্তনু দু’জনেই জানান, সম্পর্কে থাকলেও বিয়ে নিয়ে কোনও তাড়াহুড়া করতে চান না তারা।