বিনোদন

বিটিভি ভবনে যাওয়ায় শিল্পীদের ধিক্কার জানালেন সাদিয়া আয়মান

  বিনোদন ডেস্ক ৩ আগস্ট ২০২৪ , ৬:০৪:২৫ প্রিন্ট সংস্করণ

কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে দেশজুড়ে চলমান পরিস্থিতিতে তারকাদের মাঝে বিভেদ দেখা গেছে। একপক্ষ আন্দোলনে শিক্ষার্থীদের পক্ষ নিয়ে কথা বলছে, অপরপক্ষ সহিংসতায় ক্ষয়ক্ষতি নিয়ে নিজেদের উদ্বেগ প্রকাশ করেছে। 

১ আগস্ট রাজধানীর ফার্মগেটে সমাবেশ করেছেন দৃশ্যমাধ্যমের শিল্পীরা। ‘কোটা সংস্কার আন্দোলনে সরকারের কঠোর দমনপ্রক্রিয়া ও গুলিতে ছাত্র-জনতা হত্যার’ প্রতিবাদে আয়োজিত সমাবেশ থেকে হত্যার বিচার চেয়েছেন তারা।সরব হয়েছেন বিনোদনের নানা অঙ্গনের শিল্পীরা। অন্যদিকে একই দিন কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকে কেন্দ্র করে আগুনে ক্ষতিগ্রস্ত বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) পরিদর্শন করেছেন চলচ্চিত্র, নাটক ও সংগীতাঙ্গনের শিল্পী-পরিচালকেরা। এ সময় বিটিভিতে ধ্বংসযজ্ঞ চালানো ব্যক্তিদের খুঁজে বের করে শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছেন শিল্পীরা।

বিষয়টিকে ধিক্কার দিয়েছেন তরুণ প্রজন্মের অভিনেত্রী সাদিয়া আয়মান।

শুক্রবার নিজের ফেসবুক আইডি এবং পেজে শেয়ার করে সে শিল্পীদের সমালোচনা করেন সাদিয়া আয়মান। বিটিভি ভবন পরিদর্শনে গিয়ে অভিনেত্রী শমী কায়সার বলেছিলেন, ‘বিটিভি প্রাঙ্গণে এসে চোখের পানি ধরে রাখতে পারিনি।’ কার্ডটি শেয়ার করে সাদিয়া লিখেছিলেন, ‘শেম অন ইউ গাইজ।’

আরও খবর

                   

সম্পর্কিত