বিনোদন

পর্দায় ঝড় তুলতে নতুন রূপে আসছেন সামান্থা

  বিনোদন ডেস্ক ৩ আগস্ট ২০২৪ , ২:৩৬:০৩ প্রিন্ট সংস্করণ

ব্যক্তিগত জীবনে একের পর এক ঝড় সামলেও গত কয়েক বছর ধরে কর্মজীবনে নিজের সেরাটা দিয়েছেন ভারতীয় দক্ষিণী সিনেমার অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। বছর খানেক আগেই দক্ষিণী ইন্ডাস্ট্রি থেকে বলিউডে পা রেখেছেন তিনি।

‘দ্য ফ্যামিলি ম্যান’ সিরিজে নিজের অভিনয়ের জন্য প্রশংসা অর্জন করেছেন সামান্থা। মার্ভেল খ্যাত রুশো ব্রাদার্সের আন্তর্জাতিক সিরিজ় ‘সিটাডেল’-এর ভারতীয় সংস্করণে কাজ করছেন এই অভিনেত্রী। পাশাপাশি রয়েছে তেলুগু সিনেমা ‘খুশি’ও। ওই সিনেসাতে দক্ষিণী তারকা বিজয় দেবেরাকোন্ডার সাথে জুটি বেঁধেছেন তিনি।

হলিউডের জনপ্রিয় ‘সিটাডেল’ সিরিজের ভারতীয় সংস্করণেওকাজ করছেন সামান্থা। শুরু থেকেই কাজটি নিয়ে ব্যাপক আলোচনায় রয়েছেন তিনি। সিরিজটি নিয়ে দর্শক কৌতূহলও রয়েছে তুঙ্গে। এবার সেই কৌতূহল আরও বাড়িয়ে দিলেন সিরিজটির নির্মাতারা।

জানা গেছে,গত ১ আগস্ট প্রকাশে এসেছে ‘সিটাডেল’র প্রথম ঝলক। আর তাতেই দর্শকদের নজর কাড়লেন সামান্থা। প্রথম ঝলকেই তিনি ‘সিটাডেল হানি বানি’ নিয়ে উত্তেজনা বাড়িয়ে দিলেন সিনেমাপ্রেমীদের।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার জানিয়েছে, এক ঢাল লম্বা চুল একেবারে ছোট করে কেটে ফেলেছেন অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। ঘাড়ের কাছে এসে ঠেকেছে তার চুলের দৈর্ঘ্য। অসুস্থতার কারণেই কি এই ভোলবদল অভিনেত্রীর? সামান্থার ছবি দেখে অবশ্য তার উল্টোটাই মনে হয়। ছোট করে কাটা চুলেও বেজায় খুশি তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যমের পাতায় নিজের হাসিমুখের ছবি পোস্ট করেছেন অভিনেত্রী সামান্থা। পরনে একটি স্নানপোশাক, আর চোখেমুখে সতেজতার ছাপ। অভিনয় থেকে বিরতি নিয়ে যে বেশ ভালো আছেন তিনি, তা স্পষ্ট তার এই ছবি দেখেই।

আরও খবর

                   

সম্পর্কিত