বিনোদন ডেস্ক ২ আগস্ট ২০২৪ , ৪:৪০:১৯ প্রিন্ট সংস্করণ
সরকারি চাকরিতে কোটা সংস্কার চেয়ে ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’-এর ব্যানারে সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনে সমর্থন জানিয়ে রাজপথে নামতে শুরু করেছেন শোবিজ অঙ্গনের তারকারাও। বৃহস্পতিবার বেশ কিছু জায়গায় সমাবেশ ও মানববন্ধন করেছেন সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিবর্গ। সেই ধারাবাহিকতায় আজ শুক্রবার (২ আগস্ট) ‘গণহত্যা ও নীপিড়নবিরোধী শিল্পী সমাজ’-এর ব্যানারে হয়েছে আরেকটি শান্তিপূর্ণ প্রতিবাদ সমাবেশ।
বৃষ্টিস্নাত এই প্রতিবাদ সমাবেশে বড়সড় তারকার উপস্থিতি না দেখা গেলেও পুরো আয়োজনটি হয়ে উঠেছিল নান্দনিক।
সরকারের প্রতি অনাস্থা প্রকাশ আর প্রতিটি হত্যার বিচার চাইছেন তারা। এই পথসভায় হাজির ছিলেন আলোচিত ইউটিউবার হিরো আলম।
সমাবেশে হিরো আলম বলেন, ‘হিরো আলম সবসময় অন্যায়ের প্রতিবাদ করে। গত কয়েক দিনে হাজার হাজার ছাত্র-ছাত্রী নিহত হয়েছে।আর একটি ছাত্র-ছাত্রী যেন না মারা যায়, কারও মায়ের বুক যেন খালি না হয়, সেটার প্রতিবাদে আজ রাস্তায় নেমেছি।’
যদিও হিরো আলমের উপস্থিতি এবং তাকে নিয়ে ক্যামেরা ব্যস্ততায় বিব্রত হয়েছেন আয়োজকদের মূল অংশ। নাম প্রকাশে অনিচ্ছুক একজন আয়োজক গণমাধ্যমকে বলেন, ‘হিরো আলমকে তো আমরা কেউ বলিনি। উনি খবর পেয়ে চলে আসছেন! একজন মানুষ আসলে তাকে বের করে দেয়ার তো সুযোগ নেই।আমরা তো প্রতিটি মানুষকেই সম্মান করতে চাই।’
প্রতিবাদ সমাবেশে হাজির ছিলেন জাতীয়তাবাদী দলের সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আইনজীবী রুমিন ফারহানাও। আরো উপস্থিত ছিলেন নায়িকা সুমনা সোমা, সংগীতশিল্পী অরূপ রাহী, অভিনেতা জিতু আহসান, দীপক সুমন, নির্মাতা ইমেল হক, অধ্যাপক-সাহিত্যিক মানস চৌধুরী, সাংবাদিক-সমালোচক মাহবুব মোর্শেদসহ সাংস্কৃতিক অঙ্গনের অসংখ্য মানুষ।