বিনোদন

হাসান আবিদুর রেজা জুয়েল আর নেই

  বিনোদন ডেস্ক ৩০ জুলাই ২০২৪ , ১২:৩৩:৪১ প্রিন্ট সংস্করণ

হাসান আবিদুর রেজা জুয়েল আর নেই
হাসান আবিদুর রেজা জুয়েল । ছবি সংগৃহীত

নন্দিত সংগীতশিল্পী হাসান আবিদুর রেজা জুয়েল আর নেই। আজ বেলা ১১টা ৫৩ মিনিটে ইউনাইটেড হাসপাতালে তিনি মারা গেছেন।

গত ২৩ জুলাই রাতে হঠাৎ শ্বাসকষ্ট শুরু হলে ঢাকার ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয় তাকে। অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেন। সেখানে লাইফ সাপোর্টে ছিলেন এই সংগীত তারকাকে।

খবরটি জুয়েলের পারিবারিক সূত্র খবরের কাগজকে নিশ্চিত করেছে।

জুয়েলের পারিবারিক সূত্রে জানা গেছে, ২০১১ সালে তার লিভার ক্যানসার ধরা পড়ে। এরপর ফুসফুস এবং হাড়েও ক্যানসার সংক্রমিত হয়। তখন থেকেই দেশে ও দেশের বাইরের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা চলছে তার।

ব্যান্ডসংগীতের বিপুল জনপ্রিয়তার সময়ে ঠাণ্ডা ধাচের গান নিয়ে হাজির হয়েছিলেন হাসান আবিদুর রেজা জুয়েল। ১৯৯২ সালে বের হয় তার প্রথম অ্যালবাম।

এরপর বেশ কিছু অ্যালবাম প্রকাশিত হয়। সেগুলোর মধ্যে সবচেয়ে বেশি জনপ্রিয়তা পেয়েছিল ‘এক বিকেলে’ অ্যালবামটি। তার বেশির ভাগ গানের সুরকার ছিলেন প্রয়াত ব্যান্ডতারকা আইয়ুব বাচ্চু।